জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, আজ শুরু আইপিএল

শুক্রবার অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চেনা মেজাজে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ বা আইপিএলের উদ্বোধনী। শুক্রবার উদ্বোধনী ম্যাচের আগে চোখ ধাঁধানো অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বলিউড তারকারা।

সন্ধ্যা ৬টায় শুরু হবে আইপিএল ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠান। এ বারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিং পারফর্ম করবেন। থাকবেন অভিনেত্রী তামান্না ভাটিয়া এবং রশ্মিকা মান্দানাও। এ ছাড়াও, চলচ্চিত্র শিল্পের আরও অনেক সেলিব্রিটি উপস্থিত থাকবেন। কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, ক্যাটরিনা কাইফ, টাইগার শ্রফও উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন।

এর পর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে আইপিএলের উদ্বোধনী ম্যাচ। মুখোমুখি হবে গুজরাট টাইটানস এবং চেন্নাই সুপার কিংস।

অনুষ্ঠানটি স্টার স্পোর্টসে সরাসরি দেখা যাবে। লাইভ স্ট্রিমিংয়ের জন্য, আপনি জিও সিনেমা অ্যাপ বেছে নিতে পারেন। উল্লেখযোগ্য বিষয় হল, তার জন্য কোনও সাবস্ক্রিপশন ফি লাগবে না। অর্থাৎ, খেলা দেখা যাবে সম্পূর্ণ বিনা পয়সায়। যাঁরা বিদেশ থেকে ম্যাচটি দেখবেন, তাঁরা ডিএজেডএন-এর মাধ্যমে দেখতে পারবেন। যুক্তরাজ্যে ম্যাচটি দেখা যাবে আইটিভি-তে, যা বিনামূল্যে সম্প্রচার করা হবে।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে