আইপিএল নিলামের তালিকায় ৩৩৩ জন, বাংলার মাত্র ৯ ক্রিকেটার

কলকাতা: আইপিএল নিলামের প্লেয়ারদের তালিকা প্রকাশ করেছে বোর্ড। মোট ৩৩৩ জনের তালিকা প্রকাশ হয়েছে। রিটেন লিস্টে বাংলার অনেক ক্রিকেটারই রয়েছেন। তেমনই নিলামের তালিকাতেও রয়েছেন বাংলার একঝাঁক ক্রিকেটার।

বাংলার যে ক্রিকেটারদের নাম নিলামে থাকবে তাঁরা হলেন- অভিমন্যু ঈশ্বরণ, ঈশান পোড়েল, শশাঙ্ক সিংহ, সুদীপ ঘরামি, ঋত্বিক চট্টোপাধ্যায়, মহম্মদ কাইফ, কৌশিক মাইতি, শাকির গান্ধী ও রবি কুমার।

এই ন’জনের মধ্যে আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে মাত্র দু’জনের। ঈশান পোড়েল ও ঋত্বিক চট্টোপাধ্যায় এর আগে খেলেছেন আইপিএলে। পঞ্জাব কিংসের হয়ে খেলেছিলেন তাঁরা। প্রথম একাদশে খেলেছিলেন একমাত্র ঈশান পোড়েল।

বিশেষ নজর থাকবে মহম্মদ কাইফের দিকে। আইপিএলের নিলামে নাম নথিভুক্ত করেছেন মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ। এ ছাড়াও, ভারত এ দলে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। সুদীপ ঘরামি বাংলা দলের অধিনায়ক।

বিশ্লেষকদের মতে, বাংলার ক্রিকেটারদের পক্ষে ছবিটা আশাব্যঞ্জক নয় মোটেও। কারণ, ৩৩৩ জন ক্রিকেটারের তালিকায় ঠাঁই হয়েছে মাত্র ৯ জন ক্রিকেটারের। তবে, বাংলার ক্রিকেটার ঋদ্ধিমান সাহা দাপিয়ে খেলছেন আইপিএলে। তবে তিনি ছাড়া আর কোনও বাংলার ক্রিকেটারের দাপট আইপিএলে দেখা যায় না।

এখানে দেখুন ৩৩৩ জনের নামের সম্পূর্ণ তালিকা: আইপিএল নিলামে ভাগ্যপরীক্ষা হবে এই ৩৩৩ জন ক্রিকেটারের, দেখুন সম্পূর্ণ তালিকা

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে