আইপিএল ২০২৫: চ্যাম্পিয়ন কেকেআর-এর রিটেনশন তালিকায় বড় চমক

আইপিএল ২০২৫ রিটেনশন তালিকায় বেশ কিছু চমকপ্রদ ঘটনা ঘটেছে। বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের পদক্ষেপ।

বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১০ ফ্র্যাঞ্চাইজি রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। পঁচিশের আইপিএলের মেগা নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি ৬ জন করে ক্রিকেটার ধরে রেখেছে।

মাত্র দুই দলই ছয় ক্রিকেটারকে রিটেন করে ফেলেছে। অর্থাৎ কোনও রাইট টু ম্যাচ বা আরটিএম কার্ড ছাড়াই নিলামে নামবেন তাঁরা। এদের মধ্যে একটি রাজস্থান রয়্যালস ও অপরটি কলকাতা নাইট রাইডার্স।

গতবারের চ্যাম্পিয়ন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারকে রিটেন করেনি। এই সিদ্ধান্তটি কৌশল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। রিঙ্কু সিংহকে সর্বাধিক ১৩ কোটি দিয়ে রিটেন করেছে। বাকি পাঁচ খেলোয়াড় মিলে খরচ হয়েছে ৫৭ কোটি, হাতে রয়েছে ৫১ কোটি। আর সঞ্জু স্যামসনের রাজস্থানের হাতে আরও কম ৪১ কোটি রয়েছে।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে