কলকাতা: রবিবার (২৬ মে, ২০২৪) আইপিএলের ফাইনাল ম্যাচ। ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স।
২০২১ সালের পর আবারও আইপিএল ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়স আইয়ার অ্যান্ড কোং গত মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়েছে। ২০ ওভারের ম্যাচে ৩৮ বল বাকি থাকতেই ফাইনালে চলে যায় কলকাতা।
শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ। রাজস্থান রয়্যালসকে শুক্রবার ৩৬ রানে হারিয়ে ফাইনালে চলে যায় হায়দরাবাদ। রবিবার চেন্নাইয়ে ফাইনাল।
চলতি আইপিএলে খুব ভাল ফর্মে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। আমদাবাদে প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে উঠেছে তারা। কেকেআরই কি এ বারের প্রতিযোগিতা জিতবে? জানা যাবে আগামীকাল!