এক দিন পিছিয়ে যাচ্ছে আইপিএল!

পরিবর্তন হল আইপিএল শুরুর তারিখ। আগেই ঘোষণা হয়েছিল ২১ মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল, তবে বিসিসিআই সূত্রে জানা গেছে, এক দিন পিছিয়ে ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে টুর্নামেন্ট। তবে প্রথম ম্যাচের ভেন্যু বদলাচ্ছে না— ইডেন গার্ডেনসেই হবে উদ্বোধনী ম্যাচ, যেখানে নামবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।

বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল আগেই জানিয়েছিলেন, ২১ মার্চ থেকে আইপিএল শুরু হবে এবং ফাইনাল হবে ২৫ মে। দিন পরিবর্তন হলেও ফাইনালের তারিখ অপরিবর্তিত থাকছে।

গত বছরের মতো এবারও ২২ মার্চ থেকেই শুরু হচ্ছে আইপিএল। গত মরসুমে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স। তবে এবার প্রথম ম্যাচে কলকাতা নামছে তাদের ঘরের মাঠ ইডেনে।

গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত আইপিএলের মহা নিলামে ১৮২ জন ক্রিকেটারকে কেনার জন্য দলগুলো মোট ৬৩৯.১৫ কোটি টাকা খরচ করেছে। দলগুলো নিজেদের মূল স্কোয়াড ধরে রাখার পাশাপাশি কিছু চমকপ্রদ সিদ্ধান্তও নিয়েছে।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে