শুক্রবার (২৭ অক্টোবর) এবারের বিশ্বকাপ টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমেছিল পাকিস্তান ক্রিকেট দল। এই ম্যাচে বাবর আজমের দল ১ উইকেটে হেরে গেল।
পাকিস্তানের দেওয়া ২৭১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে সারা ম্যাচটা ধরে বোঝা যায়নি কে জিতবে। ২৬০ রানে যখন দক্ষিণ আফ্রিকার নবম উইকেট পড়ে গেল, তখন তো মনে হয়েছিল পাকিস্তান এ দিন একটা গুরুত্বপূর্ণ জয় পাবে। তবে দক্ষিণ আফ্রিকার একটা সুবিধা ছিল। তাদের হাতে ছিল অনেক বল – ৫৩ বলে তাদের করতে হবে ২১ রান।
শেষ উইকেটের জুটিতে কেশব মহারাজ এবং তাবরাইজ সামশি মাথা ঠান্ডা রেখে দলকে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে দিলেন। সমানে সমানে লড়াই করে দক্ষিণ আফ্রিকা জিতল ১ উইকেটে। এর ফলে বিশ্বকাপ থেকে কার্যত বিদায় হয়ে গেল বাবর আজমদের।
শুক্রবার দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর পাকিস্তানকে সেমিফাইনালে ওঠার জন্য শুধু বাকি সব ম্যাচে জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে বাকিদের দিকেও। এই পরিস্থিতিতে যদি তাদের শেষ চারে উঠতে হয়, তাহলে বিশাল রান রেটে শুধুমাত্র এই তিনটে ম্যাচ জিতলেই হবে না, বাকী দলগুলোর জয়-পরাজয়ের দিকেও তাকিয়ে থাকতে হবে। কারণ সব ম্যাচ জিতলেও পাকিস্তানের যে পয়েন্ট হবে, তা টপকে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিছু দলের। পাকিস্তানকে সেমিফাইনালে উঠতে হলে একাধিক অঘটনের অপেক্ষায় থাকতে হবে। তবে বাস্তব পরিস্থিতি মাথায় রাখলে, এবারের মত বিশ্বকাপ অভিযান পাকিস্তানের কাছে কার্যত শেষ।