বৃহস্পতিবার আইএসএলের সূচি প্রকাশিত হয়েছে। ডুরান্ড কাপের ফাইনালের পর পরের মাসে আবার ডার্বি রয়েছে। সেই ম্যাচ দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে। অনলাইনে বিনামূল্যে জিয়ো সিনেমায় খেলা দেখা যাবে।
স্পোর্টস ১৮ চ্যানেলে সরাসরি দেখা যাবে লিগের খেলাগুলি এবং জিও সিনেমা অ্যাপে আইএসএলের ম্যাচগুলি সরাসরি দেখা যাবে বিনামূল্যে। দশম আইএসএল-এর ম্যাচগুলি শুরু হবে প্রাইমটাইমে, রাত আটটায় এবং ডবল হেডারের দিনগুলিতে প্রথম ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে।
আইএসএলের ম্যাচ দেখার জন্য আপনাকে আপনার ফোনে (আইওএস এবং অ্যান্ড্রয়েড) শুধু জিও সিনেমা অ্যাপ ডাউনলোড করতে হবে। তা হলেই বিনামূল্যে দেখা যাবে এবারের আইএসএল।
প্রসঙ্গত, এত দিন পর্যন্ত আইএসএলের খেলা স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে দেখা যেত। চলতি বছর থেকে আইএসএল সম্প্রচারের দায়িত্ব পেয়েছে ভায়াকম ১৮ সংস্থা। তারা তাদের স্পোর্টস ১৮ চ্যানেলে বিভিন্ন ভাষায় এই ম্যাচের সম্প্রচার করবে। ছেলেদের এবং মেয়েদের আইপিএল, ভারতের ঘরোয়া ক্রিকেট, সিরি আ, লা লিগা, লিগ ওয়ান, ২০২৪-এর অলিম্পিক্স দেখানো হবে।