দুর্গাপুজোয় যেমন প্যান্ডেল হপিং করে এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে ঘুরে ঠাকুর দেখা বাঙালির কাছে এক উৎসবের আনন্দ, তেমনই এখন কাঁকিনাড়ার গণেশ পুজোয় তৈরি হয়েছে সেই আবহ। প্রতিটি মণ্ডপে আলাদা আলাদা থিমে সেজে উঠছে গণেশ ঠাকুরের আসন। ফলে পুজোপ্রেমীদের জন্য এ যেন আরেকবার দুর্গাপুজোর আনন্দ!
প্রথমেই বলা যাক কাঁকিনাড়া যুবক সঙ্ঘের কথা। গত বছর আদি যোগী থিমে চমক দেখিয়েছিল এই মণ্ডপ। এ বার সেখানে তৈরি হয়েছে তিরুপতি বালাজির মন্দির।
৬ নম্বর রেলস্টেশনের কাছে একতা সঙ্ঘের থিম ‘ময়ূরলোক’। শালপাতা দিয়ে সাজানো গোটা মণ্ডপ ময়ূরের আকারে সেজে উঠেছে, যা ইতিমধ্যেই দর্শকদের আকর্ষণ করছে।
জাগৃতি সঙ্ঘেও রয়েছে বিশেষ চমক। এ বার এখানে গণেশের পাশাপাশি দেখা মিলবে দেবী দুর্গারও। রাজস্থানের দুর্গা মন্দিরকে থিম করে তৈরি হয়েছে এই মণ্ডপ।
৬ নম্বর গলি গ্রাউন্ডের গণেশ পুজোয় থিম ‘ধুলো ঠাকুর’। মাটির হাঁড়ি আর ঘণ্টা দিয়ে সাজানো হচ্ছে গোটা প্যান্ডেল।
বাংলার মাটিতেই উত্তরাখণ্ডের ছোঁয়া মিলছে ৯ নম্বর গলির ছাত্র সঙ্ঘের পুজোয়। এ বছর সেখানে তৈরি হচ্ছে বদ্রীনাথ মন্দিরের প্রতিরূপ।
এভাবেই কাঁকিনাড়ায় একের পর এক থিমে সাজছে গণেশ পুজোর মণ্ডপ। ভক্তদের ভিড় দেখে মনে হচ্ছে, দুর্গাপুজোর মতোই এখানে গণেশ পুজোতেও মানুষ ঘুরে ঘুরে উপভোগ করছেন প্রতিটি সৃজনশীলতা।