অলিম্পিক পদকজয়ী মনু ভাকেরের প্রশংসায় করিনা কাপুর থেকে আলিয়া ভট্ট

প্যারিস অলিম্পিকে মনু ভাকেরের ঐতিহাসিক জয়ের পর, ভারতীয় শুটার মনু ভাকেরকে অভিনন্দন জানিয়েছেন আলিয়া ভট্ট, করিনা কাপুর, অনুষ্কা শর্মা এবং অন্যান্য বলিউড তারকারা। অসাধারণ কৃতিত্বের জন্য তরুণ প্রতিভাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সেলিব্রিটিরা।

প্যারিস অলিম্পিক ২০২৪-এ রবিবার মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতার পর মনু ভাকের ভারতের হয়ে হয়ে ইতিহাস গড়েছেন। অলিম্পিক পদক জয়ী ভারতের প্রথম মহিলা শুটার হিসাবে মনু ইতিহাস রচনা করেছেন। তাঁর এই কৃতিত্বের পরে, বলিউডের সেলিব্রিটিরা তাঁর জন্য অভিনন্দন বার্তায় ভরিয়ে দিয়েছেন।

করিনা কাপুর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মনুকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, “ঘরে প্রথম জয় এনে দিলেন। অভিনন্দন মনু ভাকের, আপনি আমাদের সবাইকে গর্বিত করেছেন।”

অনুষ্কা শর্মা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ব্রোঞ্জ বিজয়ীর জন্য একটি পোস্টও শেয়ার করেছেন, যেখানে লেখা ছিল, “তারকার মতো শুটিং করা এবং ইতিহাস তৈরি করা। অভিনন্দন মনু ভাকের, আপনি আমাদের সবাইকে গর্বিত করেছেন।”

আলিয়া ভট্ট অভিনন্দন জানিয়ে লিখেছেন, “আমাদের প্রথম পদক এনে দিয়েছেন। এই আশ্চর্যজনক কৃতিত্বের জন্য অভিনন্দন।”

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে