আইপিএল ২০২৩: নাইটদের হারিয়ে প্রথম জয় দিল্লির

কলকাতা নাইট রাইডার্স: ১২৭ (রয় ৪৩, রাসেল ৩৮, অক্ষর ২/১৩, কুলদীপ ২/১৫)

দিল্লি ক্যাপিটালস: ১২৮/৬ (ওয়ার্নার ৫৭, রানা ২/১৭, অনুকূল ২/১৩)

দিল্লির মাঠে ব্যাটিং বিপর্যয় ফের ডোবাল কলকাতা নাইট রাইডার্সকে। নাইটদের হারিয়ে চলতি আইপিএলে প্রথম জয় পেল দিল্লি ক্যাপিটালস। হেরে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে নামল কেকেআর।

বৃষ্টির কারণে এক ঘণ্টা দেরিতে শুরু হয় বৃহস্পতিবারের ম্যাচ। প্রথমে ব্যাট করে ১২৭ রান তুলেছিল কেকেআর। সেই রান ৪ উইকেটে তুলে নিল দিল্লি। টানা পাঁচটি ম্যাচে হারা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হেরে বৃহস্পতিবার হারের হ্যাটট্রিক গড়ল কলকাতা।

দিল্লি বোলারদের সামনে কার্যত আত্মসমর্পণ করেন নাইট ব্যাটাররা। অধিনায়ক রানা থেকে শুরু করে চমকে দেওয়া রিঙ্কু-ব্যাট হাতে এ দিন সকলেই ব্যর্থ। জেসন একা চেষ্টা করে গেলেন রান করার কিন্তু কোনও ব্যাটারই সাহায্য করতে পারলেন না তাঁকে।

ইশান্ত শর্মা চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে দু’উইকেট তুলে নিলেন। অন্য এক প্রাক্তন নাইট কুলদীপ যাদব তিন ওভারে ১৫ রান দিয়ে নেন দু’উইকেট। তাঁদের দাপটে কলকাতার রানের চাকা যেমন আটকে যায়, তেমনই একের পর এক উইকেটও যায়। দু’টি করে উইকেট নেন অক্ষর পটেল এবং এনরিখ নোখিয়ে। একটি উইকেট নেন বাংলার পেসার মুকেশ কুমার।

১২৭ রানের পুঁজিতেই পালটা লড়াই করেছিলেন বোলাররা। পাওয়ার প্লে থেকেই ঝোড়ো ব্যাটিং করেন দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কিন্তু পরপর উইকেট তুলে নিয়ে দিল্লিকে চাপের মুখে ফেলেন নাইট স্পিনাররা। শেষ ওভার পর্যন্ত গড়ায় হাড্ডাহাড্ডি ম্যাচ। অক্ষরের হাত ধরে ম্যাচ জেতে দিল্লি।

উল্লেখযোগ্য ভাবে, বৃষ্টির জন্য অনেক দেরিতে খেলা শুরু হয়। টস জিতে কলকাতা নাইট রাইডার্সকে প্রথমে ব্যাট করতে পাঠান দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ম্যাচেও হারতে হল নাইটদের। তবে কলকাতার হয়ে দুরন্ত বোলিং করে ৪ ওভারে ১৬ রানে ২ উইকেট তুলে নেন বরুণ চক্রবর্তী। ১৯ রানে ২ উইকেট অনুকূল রায়ের। ১৭ রানে ২ উইকেট নেন নীতীশ রানা।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে