টানা ব্যর্থতার জেরে বড় সিদ্ধান্ত নিল কলকাতা নাইট রাইডার্স। ২০২৪-২৫ আইপিএলে বাজে পারফরম্যান্সের পর প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন চন্দ্রকান্ত পণ্ডিত। মঙ্গলবার কেকেআরের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, পারস্পরিক সম্মতিতে এই বিচ্ছেদ।
২০২৩ সালে ব্রেন্ডন ম্যাকালামের জায়গায় দায়িত্ব নিয়েছিলেন পণ্ডিত। কিন্তু পরপর দুই মরশুমেই কাঙ্ক্ষিত ফল পাননি তিনি। ২০২৩ সালে সপ্তম স্থানে শেষ করেছিল কেকে। তবে ২০২৪ সালে গৌতম গম্ভীর মেন্টর হয়ে যোগ দেওয়ার পর নাটকীয়ভাবে চ্যাম্পিয়ন হয় দল।
কিন্তু গম্ভীর ভারতীয় দলের কোচ হয়ে চলে যাওয়ার পরই ফের ছন্দপতন। ২০২৫ সালে মাত্র ৫টি ম্যাচ জিতে ১৪ পয়েন্টের আইপিএল মরশুম শেষ করে অষ্টম স্থানে। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ছন্দহীন ছিলেন নাইটদের তারকারা — বেঙ্কটেশ, রাসেল, নারিন, বরুণদের ব্যর্থতায় জর্জরিত হয় দল।
কোনও ম্যাচে দল নির্বাচন, আবার কোথাও স্ট্র্যাটেজি নিয়ে বারবার প্রশ্ন উঠেছে পণ্ডিতের দিকে তাকিয়ে থাকা টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে। শেষমেশ সেই চাপেই পদত্যাগ কোচের।
আগামী মরশুমের আগে কোচ খোঁজা শুরু কেকেআরের। নতুন কোচ ও রণনীতিতে ঘুরে দাঁড়াতে মরিয়া শাহরুখ খানের দল।