মঙ্গলবার রাতভর নাটকের পর বুধবার কলকাতা লিগে নজর ছিল ভবানীপুর বনাম ইউনাইটেড স্পোর্টস ক্লাব-এর ম্যাচে। সৃঞ্জয় বসুর ভবানীপুর গোলশূন্য ড্র করে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এফসি-র সুপার সিক্সে ওঠা এখন নির্ভর করছে শেষ ম্যাচের উপর।
পয়েন্ট তালিকা বলছে, বুধবারের ম্যাচ শেষে ভবানীপুরের পয়েন্ট দাঁড়াল ২২ (১২ ম্যাচে)। ডায়মন্ড হারবারও ২২ পয়েন্টে রয়েছে, তবে তারা এখনও ১টি ম্যাচ খেলেনি। গোলপার্থক্যে এগিয়ে ভবানীপুর (১৪), ডায়মন্ড হারবারের (৮) থেকে। অর্থাৎ, শুক্রবার সাদার্ন সমিতির বিরুদ্ধে যদি ডায়মন্ড হারবার ড্র-ও করে, তাদের পয়েন্ট হবে ২৩ এবং তারা সুপার সিক্সে জায়গা পাবে। তবে হেরে গেলে সুযোগ পাবে ভবানীপুর।
এদিকে ইউনাইটেড এসসি বর্তমানে লিগ টেবিলের শীর্ষে। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ২৭। দ্বিতীয় স্থানে ইউনাইটেড কলকাতা ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে।
ডায়মন্ড হারবারের শেষ প্রতিপক্ষ সাদার্ন সমিতি গ্রুপের তলানিতে। তারা এখনও পর্যন্ত ১১টি ম্যাচে একটিও জিততে পারেনি। হেরেছে ৯টি, খেয়েছে ২৫ গোল। ফলে শেষ ম্যাচে ডায়মন্ড হারবারের পক্ষে প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হলেও, ফুটবলের মাঠে অনিশ্চয়তা সব সময়ই থাকে।
প্রসঙ্গত, যদি বুধবার ভবানীপুর হেরে যেত, তবে তাদের পয়েন্ট থাকত ২১। সেক্ষেত্রে শুক্রবার ডায়মন্ড হারবার হেরে গেলেও তারা পরের রাউন্ডে চলে যেত। কিন্তু গোলশূন্য ড্র হওয়ার ফলে শুক্রবারের ম্যাচ এখন লিগের অন্যতম নির্ণায়ক লড়াই হয়ে উঠেছে।