রাম নবমীর দিনে ইডেনে আইপিএল ম্যাচ নিয়ে মুখ খুলল কলকাতা পুলিশ

রাম নবমীর দিনে ইডেন গার্ডেন্সে আইপিএল ম্যাচ আয়োজন নিয়ে অবশেষে মুখ খুলল কলকাতা পুলিশ। তারা জানিয়েছে, ৬ এপ্রিল রাম নবমীতে ইডেনে আইপিএলের ম্যাচ হলে, নিরাপত্তা দিতে তাদের কোনও অসুবিধা নেই।

আইপিএলের নির্ধারিত সূচি অনুযায়ী, ৬ এপ্রিল কলকাতার ইডেনে মুখোমুখি হওয়ার কথা কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টসের। তবে ২০ মার্চ জানা যায়, রাম নবমী উপলক্ষে নিরাপত্তাজনিত কারণে এই ম্যাচ কলকাতা থেকে সরিয়ে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়।

এরপর একদিনের মধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করে কলকাতা পুলিশ। লালবাজারের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, “৬ এপ্রিল আইপিএল ম্যাচের সময়সূচি বদল নিয়ে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। কলকাতা পুলিশ সব নাগরিকের নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

পুলিশের এই বিবৃতির পর ম্যাচ সরিয়ে নেওয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। এখন দেখার, এই সিদ্ধান্ত বদলানো হয় কি না।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে