ডেস্ক: টোকিও প্যারালিম্পিক্সের শেষ দিনেও ভারতের পদক বন্যা অব্যাহত। রবির সকালে ফের সুখবর। রুপোর পর এবার চলে এল সোনা। সৌজন্যে কৃষ্ণ নাগার। ব্যাডমিন্টনের পুরুষদের সিঙ্গলসে হংকংয়ের প্রতিপক্ষর বিরুদ্ধে ২১-১৭, ১৬-২১, ২১-১৭ ফলে বাজিমাত করলেন তিনি। এই নিয়ে চলতি প্যারালিম্পিক্সে পঞ্চম সোনার পদক জিতল ভারত।
টোকিও প্যারালিম্পিকে এই নিয়ে ১৯তম পদক জিতল ভারত। ব্যাডমিন্টনে দ্বিতীয় সোনা, চতুর্থ পদক। প্রমোদ ভগতের পর সোনা জিতলেন কৃষ্ণ। এবারের টোকিও প্যারালিম্পিকে পাঁচটি সোনা এল ভারতের ঝুলিতে। উল্লেখ্য, ১৯৬৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্যারালিম্পিকে ভারতের মোট পদক ছিল ১২টি।
আরও পড়ুন: Tokyo Paralympics: ব্যাডমিন্টনে স্বর্ণপদক প্রমোদ ভগতের
ফাইনালে এদিন শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরেন কৃষ্ণা নাগর। তিন গেমের কড়া টক্করে ২১-১৭, ১৬-২১ ও ২১-১৭ তে প্রতিপক্ষকে হারিয়ে দেন তিনি। সেইসঙ্গে সোনার সাফল্য পেয়ে যান তিনি। এই নিয়ে চলতি প্যারালিম্পিক্সে ব্যাডমিন্টনে জোড়া সোনার পদক জয় ভারতের।
এদিন সকালে ব্যাডমিন্টনেই দেশকে রুপো এনে দিয়েছিলেন সুহাস এল ইয়াথিরাজ (Suhas L Yathiraj )। আইএস অফিসার ও জেলা শাসক ইয়াথিরাজ ফাইনালে ফ্রান্সের প্রতিদ্বন্দ্বী লুকাস মাজুরকে হারান তিনি।