কিংবদন্তি স্পিনার বিষেণ সিং বেদী প্রয়াত

সোমবার প্রয়াত হলেন দেশের কিংবদন্তি স্পিনার বিষেণ সিং বেদী। ৭৭ বছরে মৃত্যু হল তাঁর। ১৯৪৬ সালে অমৃতসরে জন্ম তাঁর। বেদীর মৃত্যুতে ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া।

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্পিন বোলিংয়ে বিপ্লব এসেছিল বিষেণ সিং বেদীর হাত ধরেই। দেশের সেরা বাঁ হাতি স্পিনার বলা হয় তাঁকে। বছর দুয়েক আগে গুরুতর অসুস্থ হয়েছিলেন বেদী। সেবার সুস্থ হয়ে ফিরেছিলেন।

১৯৬৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের টেস্ট অভিষেক ঘটান বেদি। নিজের প্রথম সিরিজ়েই ২১টি উইকেট নিয়েছিলেন তিনি। তারপর থেকে শুধুই ধাপে ধাপে সাফল্যের ইতিবৃত্ত। ১৯৬৭ সাল থেকে ১৯৭৯ সালের মধ্যে ভারতের হয়ে ৬৭টি টেস্ট ম্যাচ খেলে ২৬৬টি উইকেট নিয়েছেন তিনি।

১০টি ওয়ান ডে ম্যাচে সাতটি উইকেট নেওয়ারও কৃতিত্ব রয়েছে তাঁর দখলে। ভারতের প্রথম ওয়ান ডে ম্যাচ জয়ে বিষণ বেদীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১৯৭৫ সালের বিশ্বকাপে প্রথম বার ওডিআই জেতে ভারত।

প্রসঙ্গত, দিল্লির রঞ্জি ট্রফিজয়ী দলের তিনিই অধিনায়কত্ব করেন। ১৯৭৮-৭৯ এবং ১৯৮০-৮১ সালে বেদীর নেতৃত্বে রঞ্জি ট্রফি জেতে দিল্লি। ভারতের ঘরোয়া ক্রিকেট তো বটেই, কাউন্টি ক্রিকেটেও কিন্তু বেদী নিজের বোলিংয়ে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে ১৯৭২ থেকে ১৯৭৭ সাল প্রতিনিধিত্ব করেছেন। মোট ১০২টি প্রথম শ্রেণির ম্যাচে তিনি ৪৩৪টি উইকেট নিয়েছেন। ১৯৭০ সালে পদ্মশ্রী জেতেন বেদী।

Related posts

রিচার ঝোড়ো ইনিংস, ক্রান্তি-দীপ্তির আগুনে বল— একপেশে জয় ভারতের, ছিন্নভিন্ন পাকিস্তান

রোহিতের নেতৃত্বে ইতি, গিলের হাতে ভারতের একদিনের দল, টি-টোয়েন্টিতে অধিনায়ক সূর্যকুমার

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একপেশে খেলা, রাজত্ব ভারতীয় ব্যাটারদের! জ্বলে উঠলেন ধ্রুব-জাদেজা