কাতারেই খেলবেন শেষ বিশ্বকাপ! আর্জেন্তিনাকে ফাইনালে তুলে লিওনেল মেসি জানিয়ে দিলেন, বিশ্বকাপে এটাই তাঁর শেষ ম্যাচ। পরের বিশ্বকাপে তাঁকে আর দেখা যাবে না।
মেসির বয়স এখন ৩৫ বছর। পরের বিশ্বকাপ খেলতে হলে তাঁর বয়স পৌঁছে যাবে ৩৯ বছরে। মেসি নিজেই জানিয়েছেন, “পরের বিশ্বকাপ এখনও অনেক দেরি। মনে হয় না, ততদিন আমি খেলা চালিয়ে যেতে পারব। ফলে এটাই ইতি টানার সঠিক সময় বলে মনে করছি”।
ক্রোয়েশিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্তিনা। আগামী রবিবার ফাইনাল খেলতে নামবে আর্জেন্তিনা। তবে ওই ম্যাচেই নিজের কেরিয়ারের বড়সড় সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন ‘এলএম টেন’। আর্জেন্তিনার মিডিয়া আউটলেট দিয়ারিও দেপোর্তিভো ওলে-কে মেসি বলেছেন, “ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পেরে আমি খুব খুশি। ফলে ফাইনালেই আমার শেষ খেলাটি খেলে বিশ্বকাপের সফর শেষ করতে চাই”।
সমর্থকরা চান, বিশ্বকাপে আর না খেললেও আর্জেন্টিনার হয়ে আরও কয়েকবছর খেলা চালিয়ে যান মেসি। আশা করা যায়, আর্জেন্টিনার জাতীয় দলে মেসির ভবিষ্যৎ নিয়ে বাকি প্রশ্নের উত্তর ফাইনালের পরই মিলবে। কিন্তু মেসির এই বক্তব্যে জাতীয় দল থেকে তাঁর অবসরের ইঙ্গিত স্পষ্ট।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত বিশ্বকাপে ১১টি গোল করেছেন মেসি। গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে (১০টি) ছাড়িয়ে বিশ্বকাপে আর্জেন্তিনার সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন তিনি। এ বারের টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৫টি গোল করেছেন। সংবাদ সংস্থা এএফপি-র রিপোর্টে দাবি করা হয়েছে, ফিফা বিশ্বকাপ ফাইনাল হবে আর্জেন্টিনার হয়ে মেসির শেষ খেলা।
আরও পড়ুন: ক্রোয়েশিয়াকে হারিয়ে ২০১৪-এর পর আবার ফাইনালে আর্জেন্তিনা