বিশ্বের এক নম্বর বক্সারের কাছে হারলেন, মেয়েদের বক্সিংয়ে ব্রোঞ্জ পদকেই থামল লভলিনার অভিযান

ডেস্ক: টোকিও অলিম্পিকে বক্সিংয়ের সেমিফাইনালে হেরে গেলেন ভারতের লভলিনা। ভারতের হয়ে ব্রোঞ্জ জয় করেলন তিনি। মেয়েদের বক্সিংয়ের ওয়েল্টারওয়েট (৬৪-৬৯ কেজি) বিভাগের সেমিফাইনালে তুরস্কের বুসেনাজ সুরমেনেলির কাছে ০-৫ ব্যবধানে পরাজিত হলেন ভারতীয় বক্সার।
কোয়ার্টার ফাইনালে চিনের প্রতিপক্ষকে ৪-১ এ হারিয়ে সোজা সেমিফাইনালে জায়গা করে নেন লভলিনা। এই নিয়ে টোকিও অলিম্পিকে তৃতীয় পদক পেল ভারত।

আরও পড়ুন: ফ্রি স্টাইলের কুস্তিতে কোয়ার্টার ফাইনালের ম্যাচ দক্ষতার সঙ্গে জিতে নিলেন দুই ভারতীয় কুস্তিগির রবি-দীপক

এদিনের ম্যাচে প্রথম রাউন্ডেই পরাজয় দিয়ে শুরু করেন লভলিনা। ম্যাচের স্কোর ছিল ৫-০। দ্বিতীয় রাউন্ডে মোট পয়েন্ট থেকে পয়েন্ট বাদ যায়। এরপর তৃতীয় ও চতুর্থ রাউন্ডে বিশ্বের এক নম্বর বক্সারের কাছে হার স্বীকার করতে হয় ভারতের লভলিনাকে। শেষমেশ শেষ চারের হার্ডলে আটকে যাওয়ায় এবারের মতো সোনা বা রুপো জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায় ভারতীয় তারকা। যদিও ভারতের হয়ে ব্রোঞ্জ জিতে তৃতীয় পদকটি আনলেন তিনি। অলিম্পিকে ভারতীয় বক্সিংয়ের ইতিহাসে বিজেন্দ্র সিং ও মেরি কমের পর আবার পদক জয় করলেন লভলিনা। 

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে