ক্লাব ক্রিকেটে বড় চমক কালীঘাটের! একই সঙ্গে সই করলেন মনোজ তিওয়ারি, ঋদ্ধিমান সাহা, অনুষ্টুপ মজুমদার

ছবি ও প্রতিবেদন সঞ্জয় হাজরা

চলতি মরশুমে সিএবি টুর্নামেন্টগুলির জন্য আজ কালীঘাট ক্লাবের স্বাক্ষর করলেন বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি, ঋদ্ধিমান সাহা এবং অনুষ্টুপ মজুমদার। উল্লেখ্য, ছোটবেলায় কাস্টমস ক্লাবে নিজেদের ক্রিকেট জীবনের খেলা শুরু করে আজ আবার তিন সতীর্থ তাদের পুরনো ক্লাব কালীঘাটের স্বাক্ষর করলেন।

মনোজ তিওয়ারি জানালেন, ” আমি কোন আর্থিক লেনদেন ছাড়াই এই ক্লাবে স্বাক্ষর করলাম কারণ আমার মনে হয় একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে জুনিয়র ক্রিকেটারদের জন্য আমার কিছু কর্তব্য পালন করা উচিত। তাই আমি এই ক্লাবের আমার সতীর্থদের জন্য যতটা পারবো নিজেকে উজাড় করে দেবো।”

অপর প্রাক্তন বাংলা তথা ভারতীয় খেলোয়াড় ঋদ্ধিমান সাহা জানালেন, ” অনেকদিন পর নিজের পুরনো ক্লাবে ফিরে আসতে পেরে বেশ ভালো লাগছে পুরানো সাথী এবং নব প্রজন্মের খেলোয়াড়দের সাথে খেলতে পারব , এটাতে আমি অনেক খুশি।”

গতবারের বাংলার বর্ষসেরা খেলোয়াড় অনুষ্টুপ মজুমদারের কথায়, ” আমি অনেকদিন এই ক্লাবের সঙ্গে যুক্ত তবে আমার পুরনো সতীর্থদের আবার পাশে পেয়ে বেশ ভালো লাগছে। আশা করি এই মরসুমটা আমাদের ভালই যাবে।”

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে