প্রথম পাতা খেলা মেসি-ইস্যুতে বড় মোড়: মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত গ্রেফতার, ‘টিকিটের টাকা ফেরত দেওয়া’ হবে মুচলেকা মূল

মেসি-ইস্যুতে বড় মোড়: মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত গ্রেফতার, ‘টিকিটের টাকা ফেরত দেওয়া’ হবে মুচলেকা মূল

21 views
A+A-
Reset

লিয়োনেল মেসিকে ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনের বিশৃঙ্খলার ঘটনায় এবার বড় প্রশাসনিক পদক্ষেপ। কলকাতায় মেসিকে আনার মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্যের ডিজি রাজীব কুমার। তিনি জানিয়েছেন, এই ঘটনায় যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।

ডিজি রাজীব কুমার স্পষ্ট করে বলেন, যুবভারতীতে যে বিশৃঙ্খলার ছবি দেখা গেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সাধারণ দর্শকের নিরাপত্তা ও অধিকারকে অগ্রাধিকার দিয়েই তদন্ত এগোবে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, যাঁরা হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেও মেসিকে দেখতে পাননি, তাঁদের টিকিটের টাকা ফেরত দেওয়া উচিত। প্রশাসনের তরফে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, শনিবার লিয়োনেল মেসির যুবভারতী সফর ঘিরে চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ভিআইপি ও আয়োজকদের ভিড়ে মেসিকে গ্যালারি থেকে দেখা না যাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শকেরা। শুরু হয় বোতল ছোড়া, গ্যালারির চেয়ার ভাঙচুর, শেষে ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়েন হাজার হাজার মানুষ।
এই বিশৃঙ্খলার জেরেই যুবভারতীতে যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝপথ থেকেই ফিরে যান তিনি। পরে সমাজমাধ্যমে মেসি ও ক্রীড়াপ্রেমীদের কাছে ক্ষমা চেয়ে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটিও গঠন করেন মুখ্যমন্ত্রী।

এই ঘটনার পর থেকেই আয়োজক সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল। সেই আবহেই মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের গ্রেফতারিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল। পুলিশ সূত্রে খবর, অনুষ্ঠান পরিচালনা, নিরাপত্তা ব্যবস্থা, ভিড় নিয়ন্ত্রণ এবং দর্শকদের সঙ্গে করা প্রতিশ্রুতি—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারের পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনার দায় নির্ধারণের চেষ্টা চলছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.