ডুরান্ডের ফাইনালে মহামেডান স্পোর্টিং

সাধনা দাস বসু : মহামেডান স্পোর্টিং ১৩০তম ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে উঠেছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে সোমবার প্রথম সেমিফাইনালে তারা হাড্ডাহাড্ডি লড়াই করে FC বেঙ্গালুরু ইউনাইটেডকে ৪ – ২ গোলে পরাজিত করে।

মহামেডান স্পোর্টিংয়ের হয়ে গোল করেছেন , মার্কাস যোসেফ , ফয়সল আলি , ব্র্যান্ডন ভ্যানলালরেমডিকা ও নিকোলা তোজানোভিচ্। FC ব্যাঙ্গালুরু ইউনাইটেডের হয়ে গোল করেন পেড্রো মানজি ও কিংশুক দেবনাথ।

খেলার শুরুতেই ধাক্কা খায় মহামেডান স্পোর্টিং। মাত্র ২২ সেকেন্ডের মাথায় FC ব্যাঙ্গালুরু ইউনাইটেডের পেড্রো মানজি গোল করেন। ৯ মিনিটের মাথায় মহামেডানের মার্কাস যোসেফ গোল করে সমতা ফেরান। এরপর ৩৮ মিনিটে ফয়সলের দেওয়া গোলে মহামেডান স্পোর্টিং ২-১ এ এগিয়ে যায়। বিরতির পর কিংশুক দেবনাথের করা গোলে FC ব্যাঙ্গালুরু সমতা ফেরায়। নির্ধারিত সময়ে ফল ২- ২ থাকায় , খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

পেড্রো লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে গেলে শেষ দিকে FC ব্যাঙ্গালুরুকে দশজন খেলোয়াড় নিয়ে খেলতে হয়। এদিকে মহামেডান স্পোর্টিংয়ের কোচ আন্দ্রে চেরনিশভ ৮৩ মিনিটে দলে একটি পরিবর্তন আনেন। শেখ ফৈয়াজকে তুলে নিয়ে ব্র্যান্ডন ভ্যানলালরেমডিকাকে নামান। ভ্যানলালরেমডিকা ১০২ মিনিটে একটি গোল করে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান। পরে ১১০ মিনিটে নিকোলা তোজানোভিচ্ আরো একটি গোল করে জয় ছিনিয়ে নেয়।

মার্কাস যোসেফ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন।

আগামী তেসরা অক্টোবর ফাইনালে মহামেডান স্পোর্টিং , FC গোয়া ও বেঙ্গালুরু FC র মধ্যে ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে খেলবে।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে