Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মোহনবাগান দিবসে নেতাজি ইন্ডোরে উচ্ছ্বাস, টুটু বসুকে ‘মোহনবাগান রত্ন’ সম্মান - NewsOnly24

মোহনবাগান দিবসে নেতাজি ইন্ডোরে উচ্ছ্বাস, টুটু বসুকে ‘মোহনবাগান রত্ন’ সম্মান

সঞ্জয় হাজরা: মঙ্গলবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হল মোহনবাগান দিবস। উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে উঠেছিল গোটা স্টেডিয়াম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, দমকল মন্ত্রী সুজিত বসু, মেয়র পারিষদ দেবাশীষ কুমার, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, বিশিষ্ট অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

এই অনুষ্ঠানে একাধিক ক্রীড়াবিদ ও ক্রীড়া জগতের গুণীজনকে সম্মান জানানো হয়। ভারতীয় মহিলা ফুটবলের তরুণ তারকা রিম্পা হালদারকে অসামান্য সাফল্যের জন্য সম্মানিত করা হয়। ‘বেস্ট সাপোর্টার’ সম্মানে ভূষিত হন উমাকান্ত পালধি, ‘বেস্ট রেফারি’ প্রতুল চক্রবর্তী সম্মানে সম্মানিত হন মিলন দত্ত, ‘অঞ্জন মিত্র সম্মান’ পান কমল কুমার মৈত্র।

জীবনকৃতি সম্মানে সম্মানিত হন প্রাক্তন ক্রিকেটার রাজু মুখার্জী।

সেরা ক্রীড়া সাংবাদিক হিসেবে যুগ্মভাবে সম্মানিত হন প্রয়াত অরুন সেনগুপ্ত ও মানস চক্রবর্তী। মরশুমের সেরা অ্যাথলিট হিসেবে সম্মান পান অর্চিতা বন্দ্যোপাধ্যায়। সেরা হকি খেলোয়াড় হিসেবে কেশব দত্ত সম্মানে ভূষিত হন অর্জুন শর্মা। বর্ষসেরা তরুণ ফুটবলারের সম্মান পান দীপেন্দু বিশ্বাস।

বর্ষসেরা সিনিয়র ক্রিকেটার হিসেবে সম্মান পান রণজ্যোৎ সিং খয়রা, সুভাষ ভৌমিক সম্মানে সেরা ফরোয়ার্ড হিসেবে সম্মান পান অস্ট্রেলিয়ান ফুটবলার জেমি ম্যাকলারেন। বর্ষসেরা ফুটবলার অপুইয়াকে এবং জীবনকৃতি সম্মানে সম্মানিত হন প্রাক্তন ক্রিকেটার রাজু মুখার্জী।

ক্লাবের সচিব ও সভাপতি

সর্বোপরি, ‘মোহনবাগান রত্ন’ সম্মানে সম্মানিত করা হয় মোহনবাগান ক্লাবের প্রাক্তন কর্তা, সকলের প্রিয় টুটু বসু তথা স্বপন সাধন বসুকে। তাঁর দীর্ঘদিনের অবদানের জন্য তাঁকে এই মর্যাদাপূর্ণ সম্মান জানানো হয়।

অনুষ্ঠানের অন্তিম পর্বে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। পুরো অনুষ্ঠান জুড়ে মোহনবাগান সমর্থকদের উন্মাদনা ও আবেগ ছিল চোখে পড়ার মতো। ক্লাবের ঐতিহ্য ও আবেগকে ঘিরে এক অনন্য দিনের সাক্ষী থাকল কলকাতা।

ছবি: প্রতিবেদক

Related posts

বারুইপুরে ‘ভূত’ বিতর্কে রিপোর্ট জমা কমিশনে, ৩ ভোটারের নাম বাদ পড়া ছিল ‘অনিচ্ছাকৃত ভুল’

চোখের আলো নয়, মনোবলের আলো—বিশ্বজয়ী ভারতের দৃষ্টিহীন মেয়েরা, নববর্ষের প্রাক্কালে অভিনন্দিত হোক এক ইতিহাস

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে দুই ‘GOAT’—মেসি ও শচীনের ঐতিহাসিক মিলন, গর্জে উঠল গ্যালারি