বিশেষ উইকেটকিপিং স্টাইলের জন্য ক্রিকেট বিশ্বে জনপ্রিয় মহেন্দ্র সিং ধোনি

ক্রিকেটের সব ফরম্যাটেই অনেক রেকর্ড রয়েছে মহেন্দ্র সিং ধোনির। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়াও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও একাধিক রেকর্ড গড়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

ধোনি তাঁর বিশেষ উইকেটকিপিং স্টাইলের জন্য ক্রিকেট বিশ্বে জনপ্রিয়। বিশ্লেষকদের মতে, তাঁর স্টাম্পিং গোটা বিশ্বের খুব কম উইকে‌টরক্ষকের কাছ থেকেই মিলবে। ক্ষণিকের মধ্যে উইকেট নেওয়ার শিল্প যেন হাতের তালুর মতো চেনা তাঁর। ৩৫০টি আন্তর্জাতিক ম্যাচে ১২৩টি স্টাম্পিং করেছেন তিনি।

শুক্রবার (৭ জুলাই) ধোনির জন্মদিন। আজকের এই বিশেষ দিনে উইকেটরক্ষক হিসাবে ধোনির একটি বিশেষ রেকর্ড দেখে নেওয়া যাক।

একটি ওয়ানডে ইনিংসে উইকেটরক্ষক হিসেবে সবেচেয় বেশি ব্যাটসম্যানকে প্যাভিলয়নে ফেরত পাঠানোর রেকর্ড রয়েছে ধোনিক। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে এক ইনিংসে সবচেয়ে বেশি সংখ্যক খেলোয়াড়কে আউট করার রেকর্ড তাঁর দখলেই। ওই ইনিংসে তিনি ৫টি ক্যাচ ও ১টি স্টাম্প আউট করেন। বলে রাখা ভালো, তালিকায় তাঁর সমান গিলক্রিস্টও, যিনি বিভিন্ন দলের বিপক্ষে বহুবার এই রেকর্ড গড়েছেন।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে