এ বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয় নীরজ চোপড়ার

অলিম্পিকে সোনা জিতে ইতিহাস লিখেছিলেন। এ বার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জ্যাভলিন থ্রো-তে নীরজ চোপড়া সোনা জিতলেন। অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী ভারতের দ্বিতীয় খেলোয়াড় হলেন নীরজ চোপড়া। এর আগে ভারতের হয়ে এই রেকর্ড রয়েছে অভিনব বিন্দ্রার।

গত বার রুপো অবধি পৌঁছেছিলেন নীরজ। প্রত্যাশা বেড়েছিল। মরিয়া পরিশ্রম করেছেন। সাফল্যের জন্য ভারতের ক্রীড়াপ্রেমীদের খুব বেশি অপেক্ষা করতে হল না। বিশ্ব চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন ফাইনালের যোগ্যতা অর্জন করেন ভারতের তিনজন। সুপারস্টার নীরজ চোপড়া ছাড়াও ছিলেন কিশোর জেনা, ডিপি মনু।

রবিবার (স্থানীয় সময় অনুযায়ী) বুদাপেস্টে ৮৮.১৭ মিটার ছুঁড়ে সোনা নিশ্চিত করেন নীরজ চোপড়া। ভারতের বাকি দুই জ্যাভলিন থ্রোয়ার কিশোর (৮৪.৭৭মিটার), মনু (৮৪.১৪ মিটার) পাঁচ ও ছয়ে শেষ করেন।

নজির গড়ার পর নীরজ বলেন, “আমি আর কী বলব। সবাই বলতেন যে এই পদকটা বাকি আছে। সেটা জিতলাম। কিন্তু ওই ৯০ মিটারের সীমা পারের বিষয়টা বাকি আছে। আমি ভাবছিলাম যে আজ হয়ে যাবে। কিন্তু পদকটা বেশি গুরুত্বপূর্ণ – সোনার পদক। এটা আমার কাছে এসেছে। আগামিদিনে আরও অনেক প্রতিযোগিতা আছে। আরও সময় আছে। আরও পরিশ্রম করব। আরও নিজেকে উজাড় করে দেব।”

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে