অবশেষে ৯০ মিটারের গণ্ডি পার, ইতিহাস গড়লেন নীরজ চোপড়া

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। জ্যাভলিন থ্রোয়ে ৯০ মিটারের দুর্লঙ্ঘ্য দেওয়াল টপকে গেলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া।

শুক্রবার দোহা ডায়মন্ড লিগে নিজের তৃতীয় চেষ্টায় ৯০.২৩ মিটার থ্রো করে নতুন ইতিহাস রচনা করলেন তিনি। প্রথম ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার হিসেবে পা রাখলেন ৯০ মিটার ক্লাবে।

যদিও প্রতিযোগিতায় প্রথম স্থান অধরা রইল, তবু ব্যক্তিগত লক্ষ্যপূরণে দারুণ সফল নীরজ। জার্মানির জুলিয়ান ওয়েবের ৯১.০৬ মিটার থ্রো করে জিতে নেন সোনা।

২০২২ সালে স্টকহোমে নীরজের থ্রো ছিল ৮৯.৯৪ মিটার। বারবার ৮৮, ৮৯ মিটার ছুঁয়ে থেমে যেতে হয়েছিল তাঁকে। সেই দুঃখের অবসান ঘটিয়ে এবার স্বপ্নপূরণ।

অলিম্পিকে সোনা, বিশ্বচ্যাম্পিয়নশিপে পদক—সব পেয়েও এক অভ্যন্তরীণ চ্যালেঞ্জ জিইয়ে রেখেছিলেন নীরজ। নতুন কোচ জ্যান জেলেজনির প্রশিক্ষণে অবশেষে এল কাঙ্ক্ষিত সাফল্য।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে