অলিম্পিকে রুপো নীরজের, জ্যাভলিনে সোনা পাকিস্তানের

হাতছাড়া সোনা। পাকিস্তানের আরশাদ নাদিমের কাছে পিছিয়ে রুপো ঘরে তুললেন নীরজ চোপড়া। ৮৯.৪৫ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে নীরজকে সন্তুষ্ট থাকতে হল রুপোতেই। স্বাধীনতার পর প্রথম ভারতীয় হিসেবে ব্যক্তিগত ইভেন্টে পরপর দুটি অলিম্পিকে সোনা ও রুপো জেতার নজির গড়লেন নীরজ।

নীরজ এবং আরশাদ এদিন দু’জনেই প্রথম থ্রোয়ে ফাউল করে বসেন। কিন্ত আরশাদ দ্বিতীয় থ্রো করেন ৯২. ৯৭ মিটারের, সেখানে নীরজের .দ্বিতীয় থ্রো ৮৯.৪৫ মিটার পার করেছিল। এরপর আরশাদের তৃতীয় থ্রো ছিল ৮৮.৭২ মিটারের, চতুর্থ থ্রো ছিল ৭৯.৪০ মিটারের, পঞ্চম থ্রো ছিল ৮৪.৮৭ মিটারের ও শেষ তথা ষষ্ঠ থ্রো ছিল ৯১.৭৯ মিটারের। অন্যদিকে নীরজ দ্বিতীয় থ্রোয়ের পর আর একটিও সফল থ্রো করতে পারেননি।

নীরজ চলতি অলিম্পিক্সে ভারতকে পঞ্চম পদক এনে দিলেন। এর পাশাপাশি নরম্য়ান প্রিটচার্ড, সুশীল কুমার, পিভি সিন্ধু ও মনু ভাকেরের পর পঞ্চম ভারতীয় হিসেবে একাধিক অলিম্পিক্স পদকের মালিক হলেন।

রুপো জেতার পরে নীরজকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে