প্রথম পাতা খেলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৩: প্রোটিয়াদের হারিয়ে ইতিহাস নেদারল্যান্ডসের

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩: প্রোটিয়াদের হারিয়ে ইতিহাস নেদারল্যান্ডসের

571 views
A+A-
Reset

বিশ্বকাপে আরেকটা অঘটন! আগের দিন, গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছিল আফগানিস্তান। এ বার দক্ষিণ আফ্রিকাকে বিশাল ব্যবধানে হারাল নেদারল্যান্ডস। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রোটিয়াদের হারিয়েছিল। ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে এই প্রথম কোনও টেস্ট খেলিয়ে দেশকে হারাল নেদারল্যান্ডস।

প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস তোলে ৮ উইকেটে ২৪৫ রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের দাপটে ৫০ রানেই ৪ উইকেট হারায় তারা। যদিও মিডল অর্ডারের ব্যাটারদের দৃঢ়তায় লড়াই করার মতো জায়গায় পৌঁছয় তাঁদের ইনিংস। অধিনায়ক স্টক এডওয়ার্ডস সাত নম্বরে ব্যাট করতে নেমে করলেন ৬৯ বলে অপরাজিত ৭৮। মেরউই করেন ১৯ বলে ২৯ রান।

জয়ের জন্য ২৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে দক্ষিণ আফ্রিকা। ৩১ বলে ১৬ রান করে আউট হয়ে যান বাভুমা। অন্য ওপেনার কুইন্টন ডিকক ২২ বলে ২০ রান করলেন। দলের ইনিংসকে ভরসা দিতে পারলেন না তিন নম্বরে নামা ভ্যান ডার ডসেন (৪) এবং এডেন মার্করামও (২)। হেনরিক ক্লাসেন (২৮) এবং ডেভিড মিলার (৪৩) জুটিতে তুললেন ৪৫ রান। রান পেলেন না মার্কো জানসেনও (৯)। শেষ দিকে জেরাল্ড কোয়েটজ়ির মরিয়া চেষ্টা করে ২৩ বলে ২২ রান করেন। কেশব মহারাজ শেষ পর্যন্ত করলেন ৩৭ বলে ৪০ রান।

প্রসঙ্গত, টস হওয়ার পরেই ধর্মশালায় শুরু হয় বৃষ্টি। নির্ধারিত সময়ের ২ ঘণ্টা পর বিকাল ৪টেয় শুরু হয়ে খেলা। ওভার সংখ্যা কমিয়ে করা হয় ৪৩।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.