Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
নয়াদিল্লি জি২০ শীর্ষ সম্মেলন সমাপন, প্রেসিডেন্সি ব্যাটন ব্রাজিলকে হস্তান্তর করল ভারত - NewsOnly24

নয়াদিল্লি জি২০ শীর্ষ সম্মেলন সমাপন, প্রেসিডেন্সি ব্যাটন ব্রাজিলকে হস্তান্তর করল ভারত

নয়াদিল্লি: শনিবার (৯ সেপ্টেম্বর) থেকে রাজধানী দিল্লিতে শুরু হয়েছিল জি২০ শীর্ষ সম্মেলন। রবিবার সম্মেলনের দ্বিতীয় এবং শেষ দিন। সম্মেলন শুরুর আগে বিশ্বের তাবড় নেতাদের স্বাগত জানানোর পাশাপাশি মরক্কোতে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনের শেষ দিনে ভারতের সাফল্যে স্বীকৃতি বিশ্ব নেতৃত্বের।

জি২০-র পরবর্তী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলে। এ দিন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে দায়িত্ব হস্তান্তর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমি প্রেসিডেন্ট লুইজ ইনাসিওকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং তাঁর হাতে জি২০-র রাষ্ট্রপতির পদ হস্তান্তর করছি”।

রাজধানীতে জি২০ মহাযজ্ঞ ঘিরে বিশ্বের নজরে পাওয়ার সেন্টার দিল্লি। সম্মেলনের শেষ দিনে জি২০-তে ভারতের বড় সাফল্যের কথা স্বীকার করে নিয়েছে দিল্লি ঘোষণাপত্র। তাতে সিলমোহর দিয়েছেন বিশ্ব নেতৃত্বের। জি২০ সম্মেলনের শেষ দিনে আজ যৌথ বিবৃতিতে সই করেন রাষ্ট্রপ্রধানরা।

জানা গিয়েছে, জি২০ সদস্যরা সর্বসম্মতিক্রমে দিল্লি ঘোষণাপত্র গ্রহণ করেছে, যা শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য আঞ্চলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখার জন্য দেশগুলির প্রতি আহ্বান জানিয়েছে। ঘোষণাপত্রে বলা হয়েছে, “আমরা সমস্ত রাষ্ট্রকে আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব, আন্তর্জাতিক মানবিক আইন এবং শান্তি ও স্থিতিশীলতা রক্ষাকারী বহুপাক্ষিক ব্যবস্থা সহ আন্তর্জাতিক আইনের নীতিগুলিকে সমুন্নত রাখার জন্য আহ্বান জানাই।”

চিন এবং রাশিয়ার রাষ্ট্রপ্রধানরা জি২০ শীর্ষ সম্মেলন এড়িয়ে গেলেও নয়াদিল্লি ঘোষণাপত্রে একমত হয়েছে তারা। তবে ঘোষণাপত্রে সমস্ত রাষ্ট্রকে ভূখণ্ড দখলের জন্য বলপ্রয়োগ না করার আহ্বান জানানো হলেও তাতে ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার নিন্দা করার বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। যা নিয়ে সমালোচনা করেছে ইউক্রেনের বিদেশমন্ত্রক।

Related posts

বিয়ের আসরে অঘটন! হৃদ্‌রোগে আক্রান্ত স্মৃতি মন্ধানার বাবা, পিছিয়ে গেল বিয়ের অনুষ্ঠান

১২৬তম বেটন কাপ জিতল সেনা একাদশ; বায়ুসেনাকে ২-০ গোলে হারিয়ে কলকাতায় ঐতিহাসিক সাফল্য

ইডেনে পিচের গেরোয় মহাধস: বাভুমার জেদ আর হারমারের ঘূর্ণিতে ১২৪ রানও তুলতে পারল না ভারত