আসন্ন আইসিসি এক দিনের ক্রিকেট বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। চলতি এশিয়া কাপের মাঝেই ক্যান্ডি থেকে সাংবাদিক বৈঠক করে দল ঘোষণা করলেন অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান কোচ রাহুল দ্রাবিড়।
আইসিসির নিয়ম অনুযায়ী আসন্ন একদিনের বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করা হয়েছে। এ দিনই ছিল প্রাথমিক দল ঘোষণার শেষ তারিখ। তবে ১৫ জনের দলে কোনো চমক নেই। এশিয়া কাপের ১৭ জনের দল থেকে দু’জনকে বাদ দেওয়া হয়েছে। জায়গা হয়নি রিজার্ভ সদস্য হিসাবে শ্রীলঙ্কায় এশিয়া কাপ খেলতে যাওয়া সঞ্জু স্যামসনেরও।
ভারতের ১৫ সদস্যের দল
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ঈশান কিশন, হার্দিক পাণ্ড্য (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, যশপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব।
নির্বাচকরা ঠিক করেই রেখেছিলেন এশিয়া কাপে পাক ম্যাচ দেখার পর বিশ্বকাপের দল বাছা হবে। সেই মতো প্রধান নির্বাচক অজিত আগরকরও উড়ে যান শ্রীলঙ্কায়। এটা অবশ্য প্রাথমিক দল। ভারত চাইলে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দলে বদল আনতে পারে।