Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন বিনেশের, দাবি রুপোর - NewsOnly24

আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন বিনেশের, দাবি রুপোর

ওজন বেশি হওয়ায় অলিম্পিক্স থেকে বাতিল হয়েছেন ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট। তবে ফাইনাল থেকে সরতে হলেও হাল ছাড়ছেন না বিনেশ ফোগাট। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে অভিযোগ করেছেন তিনি। রুপোর পদক দেওয়ার দাবি নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছেন বিনেশ, যার রায় আজ, বৃহস্পতিবার। চূড়ান্ত রায় দেওয়ার জন্য এ দিন সকাল পর্যন্ত সময় নিয়েছে সিএএস।

তাঁর দাবি, মঙ্গলবার ফাইনালে ওঠার লড়াইয়ের সময় তাঁর ওজন নিয়ে কোনও সমস্যা ছিল না। তা হলে ফাইনালে না খেলতে পারায়, তাঁকে অন্তত রুপো দেওয়া উচিত। যদি সিএএস বিনেশের পক্ষে রায় দেয়, তবে আইওসি-কে যৌথ ভাবে রুপো দিতে হবে তাঁকে। কারণ, যদি কোনও ক্রীড়াবিদ অভিযোগ করেন যে, তাঁর পদক কেড়ে নেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে ক্রীড়াবিদের পক্ষে রায় হলে তিনি পদক ফিরে পাবেন। সে ক্ষেত্রে আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থাকে নিজেদের ভুল স্বীকার করে সেই ক্রীড়াবিদকে পদক ফিরিয়ে দিতে হবে।

বলে রাখা ভালো, আন্তর্জাতিক ক্রীড়া আদালত হল একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান, যা ১৯৮৪ সালে সালিসি বা মধ্যস্থতার মাধ্যমে ক্রীড়া-সম্পর্কিত বিরোধ নিষ্পত্তির সুবিধার্থে প্রতিষ্ঠিত হয়েছিল। এটির সদর দফতর সুইজারল্যান্ডের লুসানে। এছাড়া নিউ ইয়র্ক সিটি এবং সিডনিতেও এর আদালত রয়েছে। এছাড়াও অলিম্পিক্স আয়োজক শহরগুলিতে অস্থায়ী আদালত স্থাপন করা হয়ে থাকে। এই আদালতে ব্যক্তিগত ভাবে ক্রীড়াবিদেরা অভিযোগ করতে পারেন। আবার কোনও দেশের ক্রীড়া সংস্থাও সেখানে অভিযোগ করতে পারে।

প্রসঙ্গত, এ বারের অলিম্পিকে পরপর তিনটে ম্যাচ জিতে ফাইনালে প্রবেশ করেন বিনেশ, সঙ্গে পদক পাকা করেন। তাঁকে ডিসকোয়ালিফাই করার কারণ হিসেবে জানা গিয়েছে, অতিরিক্ত ওজন। ওজন কমানোর জন্য সারা রাত পরিশ্রম করেছিলেন বিনেশ। শরীরে জল পরিমাণ কম থাকায় অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে ভর্তি করতে হয় হাসপাতালে। এর পর বৃহস্পতিবার ভোরে অবসর ঘোষণা করলেন বিনেশ। জানিয়ে দিলেন, তিনি হেরে গিয়েছেন কুস্তির কাছে।

Related posts

বারুইপুরে ‘ভূত’ বিতর্কে রিপোর্ট জমা কমিশনে, ৩ ভোটারের নাম বাদ পড়া ছিল ‘অনিচ্ছাকৃত ভুল’

চোখের আলো নয়, মনোবলের আলো—বিশ্বজয়ী ভারতের দৃষ্টিহীন মেয়েরা, নববর্ষের প্রাক্কালে অভিনন্দিত হোক এক ইতিহাস

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে দুই ‘GOAT’—মেসি ও শচীনের ঐতিহাসিক মিলন, গর্জে উঠল গ্যালারি