ভারতকে বিশ্ব ক্রীড়ার মহাশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA)।
সূত্রের খবর অনুযায়ী, গত ১ অক্টোবর আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) ফিউচার হোস্ট কমিশনে একটি প্রাথমিক আগ্রহপত্র পাঠিয়েছে অ্যাসোসিয়েশন। যা ভারতের ২০৩৬ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস আয়োজনের আগ্রহের প্রকাশ। এই পদক্ষেপে দেশের অর্থনৈতিক বৃদ্ধি, সামাজিক উন্নতি এবং যুবশক্তির ক্ষমতায়নের সম্ভাবনা রয়েছে।
বিভিন্ন সময়েই প্রধানমন্ত্রী মোদী ভারতে ২০৩৬ অলিম্পিক আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছেন। স্বাধীনতা দিবসে প্যারিস অলিম্পিকের ক্রীড়াবিদদের সঙ্গে আলাপচারিতায়, তিনি ২০৩৬ সালের গেমসের জন্য প্রস্তুতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ মতামত দিতে ক্রীড়াবিদদের অনুরোধ করেন।
গত বছর মুম্বাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১৪১তম অধিবেশনে, প্রধানমন্ত্রী মোদী ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের ইচ্ছা পুনরায় ব্যক্ত করেন। তিনি বলেন, “১৪০ কোটি ভারতবাসীর একটি পুরনো স্বপ্ন এই অলিম্পিক গেমস। আমরা আমাদের সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাব যাতে এই স্বপ্ন বাস্তবে রূপ নেয়।”