১৯৮৯ সালের এই দিন! পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সচিন তেন্ডুলকরের

ডেস্ক: ঠিক ৩২ বছর আগে এই দিনেই (১৫ নভেম্বর) আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ‘মাস্টার ব্লাস্টার’ সচিন তেন্ডুলকরের। ১৯৮৯ সালে করাচিতে অনুষ্ঠিত ভারত ও পাকিস্তানের মধ্যে একটি টেস্ট ম্যাচে তেন্ডুলকারের অভিষেক হয়েছিল। ওই একই ম্যাচে পাকিস্তানের পেসার ওয়াকার ইউনিসেরও অভিষেক হয়েছিল। ম্যাচটি ড্র করেছিল ভারত-পাকিস্তান। উল্লেখযোগ্য ভাবে, এই বিশেষ টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১৫ রানে ওয়াকার ইউনিসের হাতে আউট হয়েছিলেন সচিন!

তার পর থেকে বছরের পর বছর ধরে তাঁর ক্রিকেট রাজত্ব। ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান’ হিসেবে ইতিহাসে নিজের তুলে নিয়েছেন। ‘মাস্টার ব্লাস্টার’-এর পাশাপাশি ‘ক্রিকেট ঈশ্বর’-এর তকমাও হাসিল করে নিয়েছেন। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন সচিন। কিন্তু আজ পর্যন্ত, তিনিই টেস্ট এবং ওয়ান ডে, উভয় ক্ষেত্রেই সর্বোচ্চ রান সংগ্রাহক। সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরি করার রেকর্ডও রয়েছে তাঁর দখলেই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবেও কাজ করেছেন এই প্রবাদপ্রতীম ক্রিকেটার।

উল্লেখ্য, ২০১৯ সালে ষষ্ঠ ভারতীয় হিসেবে আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হন সচিন। ৪৬ বছর বয়সি ক্রিকেটারের অভিষেক হয়েছিল মাত্র ১৬ বছর বয়সে। তার পরে দ্রুত তিনি হয়ে ওঠেন দেশের প্রিয় ক্রিকেটার। তাঁর ঝুলিতে রয়েছে ৩৪,৩৫৭ রান, যা দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সঙ্গকারার থেকে হাজার ছয়েক বেশি।

আরও পড়ুন: নিউজিল্যান্ডকে উড়িয়ে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

জনপ্রিয়তার শীর্ষে থেকেই ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন সচিন। ২২ গজকে বিদায় জানানোর পরও কেটে গিয়েছে ৮ বছরের বেশি সময়। তবে তাঁর জনপ্রিয়তায় যে এত টুকু ঘাটতি পড়েনি! একটি আন্তর্জাতিক সংস্থার সমীক্ষা অনুযায়ী, টুইটারে বিশ্বব্যাপী জনপ্রিয় শীর্ষ ৫০ জনের তালিকায় রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সচিন। তালিকার ৩৫তম স্থানে রয়েছেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে