এই প্রথম বার বিশ্বকাপে নেই দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ

এ বারের এক দিনের ক্রিকেট বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে বিদায় নিল ওয়েস্ট ইন্ডিজ। সুপার সিক্সে স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। সুপার সিক্স পর্বে নিজেদের তিনটি ম্যাচই জিততে হতো নিকোলাস তাদের। কিন্তু প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ হলেন জেসন হোল্ডাররা। ভারতে খেলতে দেখা যাবে না তাঁদের।

শনিবারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ৫০ ওভারও ব্যাট করতে পারেনি তারা। মাত্র ৪৩.৫ ওভারেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ১৮১ রান করে তারা। পাল্টা ব্যাট করতে নেমে ৪৩.৩ ওভারে ১৮৫ রান তুলে ফেলে স্কটল্যান্ড। মাত্র ৩ উইকেট হারিয়ে এই রান তোলে তারা।

এতেই বেজে যায় ক্যারিবিয়ানদের বিদায় ঘণ্টা। গ্রুপ পর্বে জিম্বাবোয়ে ও নেদারল্যান্ডসের কাছে হেরে নিজেদের ভাগ্য নিজেরাই কঠিন করে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সুপার সিক্সে যোগ্যতা অর্জন করলেও পুরানদের ঝুলিতে কোনো পয়েন্ট ছিল না। অন্য দিকে জ়িম্বাবোয়ে ও শ্রীলঙ্কা চার পয়েন্ট নিয়ে গিয়েছিল সুপার সিক্সে। সেখানে নিজেদের প্রথম ম্যাচ জেতে দু’দল। ফলে স্কটল্যান্ডের কাছে হারলেই ওয়েস্ট ইন্ডিজের বিদায় নিশ্চিত ছিল। সেটাই হল।

উল্লেখযোগ্য ভাবে, ১৯৭৫ ও ১৯৭৯ সালের চ্যাম্পিয়নরা ৪৮ বছরের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপ খেলতে পারবে না।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে