অলিম্পিকে ভারতের প্রথম পদক, ইতিহাস গড়ে শুটিংয়ে ব্রোঞ্জ জিতলেন মনু ভাকের

এ বারের প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে প্রথম পদক জিতলেন মনু ভাকের। শুধু তাই নয়, ভারতের প্রথম মহিলা শুটার হিসাবে অলিম্পিক্সে পদক জিতেছেন তিনি।

প্রথম থেকেই দারুণ ছন্দে ছিলেন ভারতের ১০ মিটার রাইফেল শ্যুটার। শেষ অবধি ব্রোঞ্জ জেতেন তিনি। শনিবার যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় স্থানে শেষ করেছিলেন মনু। রবিবার ফাইনালেও সেই তৃতীয় স্থানেই শেষ করলেন তিনি।

২০২০ টোকিও অলিম্পিকের আগে অনেক আশা জাগিয়েছিলেন মনু। কিন্তু সেখান থেকে শূন্য হাতে ফিরতে হয়েছিল তাঁকে। ব্রোঞ্জ জিতে তিনি বলছেন, “নিজের পরিশ্রমের প্রতি ভরসা ছিল, কর্মের প্রতি ভরসা ছিল। ফাইনালে নামার টেনশন থাকলেও, সেটা আখেরে লাভজনক হয়েছে। ফোকাস করতে সুবিধা হয়েছে।”

প্রসঙ্গত, মনুর জন্ম হরিয়ানার ঝাঝর জেলার এক গ্রামে। বাবা রামকিষণ ভাকের ইঞ্জিনিয়ার। চাকরি করেন মার্চেন্ট নেভিতে। ছোট থেকেই খেলাধুলোয় উৎসাহ মনুর।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে