প্রথম পাতা খেলা রোহিতদের জয়জয়কার, বিশ্বজয়ী ভারতীয় দলকে শুভেচ্ছা সংসদের

রোহিতদের জয়জয়কার, বিশ্বজয়ী ভারতীয় দলকে শুভেচ্ছা সংসদের

326 views
A+A-
Reset

নয়াদিল্লি: এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে টিম ইন্ডিয়া। সোমবার, সংসদে অধিবেশন শুরুর আগে ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন শাসক-বিরোধী সকলেই।

রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল শনিবার, ২৯ জুন বার্বাডোজে টি-টোয়েন্টির ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টুর্নামেন্ট জিতেছে। এই জয়ের পর টিম ইন্ডিয়াকে নিয়ে চর্চা চলছে সর্বত্র। এবার টিম ইন্ডিয়ার প্রশংসায় ভাসল সংসদও।

স্পিকার ওম বিড়লা-সহ পুরো লোকসভা রোহিত অ্যান্ড কোম্পানিকে জয়ের জন্য অভিনন্দন জানায়। ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে ওম বিড়লা বলেন, “আমি আপনাদের সঙ্গে অত্যন্ত আনন্দিত যে ভারতীয় পুরুষ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ জয় করার সাফল্য অর্জন করেছে।”

তিনি আরও বলেন, “এই ঐতিহাসিক জয় সারা দেশে উদ্দীপনা ও উৎসাহ বয়ে এনেছে। এই জয় নিঃসন্দেহে আমাদের সকল যুবক ও সকল খেলোয়াড়কে অনুপ্রাণিত করবে। আমার নিজের এবং সমগ্র হাউসের পক্ষ থেকে আমি ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানাই। অধিনায়ক রোহিত শর্মাকে অভিনন্দন জানাই এবং ক্রিকেট দলের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.