লখনউকে ৮ উইকেটে হারিয়ে দুরন্ত জয় পঞ্জাবের

লখনউকে ৮ উইকেটে হারিয়ে দুরন্ত জয় পেল পঞ্জাব। টানা দ্বিতীয় ম্যাচ জিতল তারা।

টস হেরে ব্যাট করতে নেমে লখনউয়ের শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারেই অর্শদীপ সিংহের বলে শূন্য রানে আউট হন মিচেল মার্শ। প্রথম ধাক্কার পর এডেন মার্করাম ও নিকোলাস পুরান দ্রুত রান তুলতে থাকেন। ২৮ রান করে লকি ফার্গুসনের বলে বোল্ড হয়ে ফেরেন মার্করাম।

এরপর দলের হাল ধরার দায়িত্ব পড়ে অধিনায়ক ঋষভ পন্থ ও পুরানের কাঁধে। কিন্তু পন্থ ক্রিজে এসেই স্পিনারদের সামনে ধুঁকতে থাকেন। গ্লেন ম্যাক্সওয়েলের বলে চহলের হাতে ক্যাচ দিয়ে মাত্র ২ রান করে ফেরেন তিনি। পরপর ব্যর্থতার কারণে চাপ আরও বাড়ল আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটারের উপর।

লখনউয়ের ইনিংসের গতি বাড়ান পুরান ও আয়ুষ বাদোনি। চহলের বলে ৪৪ রান করে আউট হন পুরান। ১৫০ রান ছোঁয়া কঠিন মনে হলেও, বাদোনি ও আব্দুল সামাদের ঝোড়ো ব্যাটিং দলকে সম্মানজনক স্কোর এনে দেয়। শেষ ওভারে অর্শদীপ ভালো বল করায় ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রানে থামে লখনউ। বাদোনি করেন ৪১, সামাদ ১২ বলে ২৭ রান করেন।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্জাব শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করে। ওপেনার প্রিয়াংশ আর্য দ্রুত আউট হলেও, প্রভসিমরন সিংহ ঝড় তোলেন। পাওয়ার প্লে-তে পঞ্জাব তোলে ৬২ রান, যেখানে লখনউ করেছিল মাত্র ৩৯। দুই স্পিনার দিগ্বেশ রাঠি ও রবি বিশ্নোইকে আক্রমণ করেন প্রভসিমরন।

অর্ধশতরান করেন প্রভসিমরন। অন্যপ্রান্তে শ্রেয়স আয়ারও বড় শট খেলতে থাকেন। ৩৪ বলে ৬৯ রান করে আউট হন প্রভসিমরন। ততক্ষণে ১০ ওভারে ১১০ রান তুলে ফেলেছে পঞ্জাব।

শেষ পর্যন্ত বিশেষ কোনো সমস্যাই হয়নি পঞ্জাবের জয়ে। শ্রেয়স ও নেহাল ওয়াধেরা সহজেই বাকি রান তুলে দেন। লখনউয়ের স্পিনারদের উপর চড়াও হয় পঞ্জাবের ব্যাটাররা। অধিনায়ক পন্থের পরিকল্পনাতেও কিছুটা ঘাটতি দেখা যায়। শ্রেয়স ৫২ ও ওয়াধেরা ৪৩ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে দেন। ২২ বল বাকি থাকতেই ম্যাচ শেষ করে দেয় পঞ্জাব।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে