কানাডা ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন পিভি সিন্ধু, লক্ষ্য সেন

কানাডা ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু ও লক্ষ্য সেন। বুধবার দু’জনেই বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর সুপার ৫০০ ইভেন্টে নিজেদের প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে সরাসরি গেমে জয়েপ পর সেকেন্ড রাউন্ডে পৌঁছে গিয়েছেন।

বুধবার রাতে উইমেন্স সিঙ্গলে কানাডার তালিয়া এনজির বিরুদ্ধে ২১-৬ এবং ২১-৯ সহজ জয়ের মাধ্যমে পরের রাউন্ডে চলে যান চতুর্থ বাছাই সিন্ধু।

অন্য দিকে, মেন্স সিঙ্গলে থাইল্যান্ডের দ্বিতীয় বাছাই কুনলাভুত ভিটিদসর্নকে ২১-১৮ এবং ২১-১৫-তে হারিয়ে পরের রাউন্ডে যান লক্ষ্য সেন।

দুইবারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু পরবর্তীতে জাপানের নাতসুকি নিদাইরার সঙ্গে খেলবেন, আর ব্রাজিলের ইগোর কোয়েলহোর বিরুদ্ধে খেলবেন লক্ষ্য।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে