ক্রিকেটের তিন ফরম্যাটেই ভারতের অধিনায়ক হিসেবে বিরাট কোহলি সরে যাওয়ার পর থেকে আপাতত এই পদে পরীক্ষা-নিরীক্ষা চলছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন অধিনায়ক পদপ্রার্থীকে তুলে ধরার চেষ্টা হচ্ছে।
তবে তিনটি ফরম্যাটেই এখন অধিনায়ক রোহিত শর্মা। এরই মধ্যে বিভিন্ন ফরম্যাটে সংক্ষিপ্ত সময়ের জন্য এই ভূমিকা গ্রহণ করেছেন শিখর ধাওয়ান, কেএল রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পান্ড্য এবং এমনকি জসপ্রীত বুমরাহের মতো ক্রিকেটারকে। কিন্তু অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এক খেলোয়াড়কে এই পদে দায়িত্ব দেওয়া হয়নি। তিনি হলেন রবিচন্দ্রন অশ্বিন।
পাকিস্তানের প্রাক্তন স্পিনার, দানিশ কানেরিয়া মনে করেন, অশ্বিনকে ভারতীয় দলের টেস্ট ক্যাপ্টেনসি প্রার্থীদের একজন হিসেবে মনোনীত করা উচিত। বিশেষ করে তাঁর অভিজ্ঞতার নিরিখে। কানোরিয়া নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিয়োতে বলেন, “ভারতের টেস্ট অধিনায়ক প্রার্থীদের একজন হওয়া উচিত রবিচন্দ্রন অশ্বিনের। তাঁর মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি আছে। তিনি নিজের ব্যাটিং এবং বোলিংয়ে খুব স্মার্ট এবং বুদ্ধিমান”।
টেস্টে নিঃসন্দেহে অশ্বিন এক জন দীর্ঘ দিনের নির্ভরযোগ্য ক্রিকেটার। শুধু বল দিয়েই নয়, তামিলনাড়ুর এই স্পিনার ভারতীয় দলকে অনেক সময় নিজের ব্যাট দিয়ে কঠিন পরিস্থিতি থেকে টেনে তুলেছেন ভারতীয় দলকে। বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টে হারের আশঙ্কা কাটিয়ে ভারতকে জয়ের পথ দেখান তিনিই।