সংরক্ষিত টিকিটে জালিয়াতি ও কালোবাজারি রুখতে অনলাইন বুকিংয়ে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। আগামী ১ অক্টোবর থেকে রেল টিকিট বুকিংয়ের সময় নতুন নিয়ম কার্যকর হবে। নতুন নিয়ম অনুযায়ী, রিজার্ভেশনের সাধারণ উইন্ডো খোলার পর প্রথম ১৫ মিনিট শুধুমাত্র আধার-লিঙ্কড ব্যবহারকারীরাই ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিয়মে প্রকৃত যাত্রীদের অগ্রাধিকার দেওয়া সম্ভব হবে এবং জাল আইডি বা কালোবাজারি রোখা যাবে। ইতিমধ্যেই সিআরআইএস (সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস) এবং আইআরসিটিসি-কে নতুন সিস্টেম আপডেটের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে কাউন্টার থেকে টিকিট বুকিংয়ে কোনও পরিবর্তন আসছে না। একইভাবে অনুমোদিত এজেন্টদের ক্ষেত্রেও নিয়ম আগের মতোই বহাল থাকছে। এখন যেমন টিকিট বুকিং শুরুর প্রথম ১০ মিনিট এজেন্টরা সুযোগ পান না, তেমনই থাকছে সেই নিয়মও।
রেল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অনলাইনে ভুয়ো ইউজার আইডি তৈরি করে একসঙ্গে প্রচুর টিকিট কেটে কালোবাজারে বেশি দামে বিক্রির অভিযোগ উঠছিল। অনেক যাত্রী অভিযোগ করেছিলেন, বুকিং শুরুর কয়েক সেকেন্ডের মধ্যে টিকিট শেষ হয়ে যায়, অথচ পরে এজেন্টদের কাছ থেকে বাড়তি দামে সেই টিকিট কিনতে বাধ্য হন তাঁরা।
আগেই তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করেছিল রেল। সেই নিয়ম কার্যকর হওয়ার পর এবার সাধারণ সংরক্ষিত টিকিটের ক্ষেত্রেও চালু করা হলো একই ব্যবস্থা। পুজোর আগে এই পরিবর্তন কার্যকর হওয়ায় ভিড়ের মরশুমে যাত্রীদের সুবিধা হবে বলেই আশাবাদী রেল কর্তারা।