ম্যাচ হাতছাড়া গুজরাতের, ৩ উইকেটে জয়ী রাজস্থান

রবিবার অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জয় পেল রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাত তোলে ৭ উইকেটে ১৭৭ রান। জবাবে ৪ বল বাকি থাকতে রাজস্থান রয়্যালস তুলে নেয় ৭ উইকেটে ১৭৯।

প্রথমে ব্যাট করতে নেমে রান পেলেন না গুজরাত টাইটান্সের উইকেটরক্ষক-ব্যাটার ঋদ্ধিমান সাহা (৪)। এরপর দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন শুভমন গিল ও সাই সুদর্শন। পঞ্চম ওভারে আবার ধাক্কা। রান আউট হয়ে ফিরে যান সাই সুদর্শন (১৯ বলে ২০)। ৩২ রানে ২ উইকেট হারায় গুজরাত। শুভমান গিল ও অধিনায়ক হার্দিক পাণ্ড্যের আক্রমণাত্মক ব্যাটিংয়ে চাপ কাটিয়ে ওঠে। ওপেনার শুভমন গিল করলেন ৪৫ রান। তাঁর ৩৪ বলের ইনিংসে রয়েছে ৪টি চার এবং ১টি ছয়। ৩টি চার এবং ১টি ছয়ের সাহায্যে হার্দিক করলেন ১৯ বলে ২৮ রান। অভিনব মনোহরের অবদান ১৩ বলে ২৭। পাঁচ নম্বরে নেমে ৩০ বলে ৪৬ রান করলেন মিলার। ৩টি চার এবং ২টি ছক্কা মারলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার।

রাজস্থানের হয়ে ২৫ রান দিয়ে ২ উইকেট নিলেন সন্দীপ শর্মা। ১টি করে উইকেট নিলেন ট্রেন্ট বোল্ট, অ্যাডাম জ়াম্পা এবং যুজবেন্দ্র চহাল। ৪ ওভারে ৩৭ রান দিয়েও উইকেট পেলেন না রবিচন্দ্রন অশ্বিন।

জয়ের জন্য ১৭৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় রাজস্থান। দ্বিতীয় ওভারেই যশস্বী জয়সওয়ালকে (১) তুলে নেন হার্দিক পাণ্ড্য। পরের ওভারে মহম্মদ সামির বলে বোল্ড হন জস বাটলার (০)। এরপর দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন দেবদত্ত পাড়িক্কল ও অধিনায়ক সঞ্জু স্যামসন। পাড়িক্কলকে (২৫ বলে ২৬) তুলে নিয়ে জুটি ভাঙেন রশিদ খান। ৩২ বলে ৬০ রান করেন অধিনায়ক সঞ্জু স্যামসন। তাঁর ব্যাট থেকে এল ৩টি চার এবং ৬টি ছয়। ধ্রুব জুরেল ১০ বলে ১৮ রান করলেন ২টি চার এবং ১টি ছয়ের সাহায্যে। অশ্বিন করলেন ৩ বলে ১০ রান। রাজস্থানের জয় এল হেটমেয়ারের ব্যাটেই। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন ২৬ বলে ৫৬ রান করে। মারলেন ২টি চার এবং ৫টি ছক্কা।

গুজরাতের হয়ে ২৫ রানে ৩ উইকেট নেন মহম্মদ সামি। ৪৬ রানে ২ উইকেট রশিদের। ১টি করে উইকেট পেলেন হার্দিক এবং নুর। তবে শেষমেশ সঞ্জু এবং হেটমেয়ারের দাপটে গত বারের চ্যাম্পিয়নদের হারাল গত বারের রানার্সরা।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে