বাংলা: ১৭৪ এবং ২৪১
সৌরাষ্ট্র: ৪০৪ এবং ১৪/১
কলকাতা: ৯ উইকেটে রঞ্জির ফাইনালে হেরে গেল বাংলা। রবিবার সকালে বাংলার ইনিংস শেষ হয় ২৪১ রানে। প্রয়োজনীয় ১২ রান এক উইকেট হারিয়ে তুলে নিল সৌরাষ্ট্র।
প্রথম দিনের প্রথম সেশন থেকে বাংলার উপর যে চাপ সৌরাষ্ট্র তৈরি করেছিল, চারদিন চেষ্টা করেও সেই চাপ কাটিয়ে উঠতে পারলেন না মনোজ তিওয়ারিরা। তৃতীয় দিনের শেষে একবার মনে হয়েছিল বাংলা হয়তো লড়াইয়ে ফিরবে। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা থেকে অধিনায়ক মনোজ তিওয়ারি এবং শাহবাজ আহমেদের ব্যাটে ভর করে হয়তো ঘুরে দাঁড়াবে। কিন্তু রবিবার সকালে শেষ রক্ষা হল না।
রবিবার দেড় ঘণ্টায় গুটিয়ে গেল বাংলার ইনিংস। শাহবাজ রান আউট হতেই ইনিংস হারের ভ্রুকুটি বাংলা শিবিরে। কিছুক্ষণের মধ্যে আউট অধিনায়ক মনোজ তিওয়ারিও। শেষদিকে খানিক অপ্রত্যাশিতভাবে ঈশান পোড়েল এবং মুকেশ কুমার জুটি বেঁধে ইনিংস হারের লজ্জা থেকে রক্ষা করেন বাংলাকে। শেষ পর্যন্ত বাংলার ইনিংস শেষ হয় ২৪১ রানে। বাংলা লিড পায় ১১ রানে।
সেই রান ১ উইকেট খুইয়ে তুলে নিল সৌরাষ্ট্র। শেষ পর্যন্ত সৌরাষ্ট্র জিতল ৯ উইকেটে। এটা সৌরাষ্ট্রের দ্বিতীয় রঞ্জি জয়। উল্লেখযোগ্য ভাবে, এই নিয়ে দু’বার মুখোমুখি হয়ে দু’বারই বাংলাকে হারাল সৌরাষ্ট্র।