ডেস্ক: অল্পের জন্য হাতছাড়া সোনা, অলিম্পিক্সে রুপো জিতেই থামতে হল রবি দাহিয়াকে। ভারতের পঞ্চম কুস্তিগীর হিসেবে অলিম্পিক্স পদক পেলেন রবি। ফাইনাল সহ গোটা অলিম্পিক্সের মঞ্চে যেরকম পারফরম্যান্স মেলে ধরলেন রবি, তা দেখে মুগ্ধ ভারতীয় ক্রীড়াপ্রেমীরা।
বাউটের প্রথম পয়েন্ট সংগ্রহ করেন রাশিয়ান অলিম্পিক সংস্থার অধীনে লড়াই চালানো জাভুর। তিনি শুরুতেই ২-০ লিড নেন। তবে রবি ২-২ পয়েন্টের সমতায় ফেরেন কিছুক্ষণের মধ্যেই। শেষমেশ ফার্স্ট পিরিডয়ে ৪-২ পয়েন্টে পিছিয়ে ছিলেন রবি। সেকেন্ড পিরিয়ডেও প্রথম পয়েন্ট সংগ্রহ করেন জাভুর। তিনি সেকেন্ড পিরিয়ডে মোট ৩ পয়েন্ট পকেটে পোরেন। রবি আরও ২ পয়েন্ট নিজের খাতায় যোগ করলেও সার্বিকভাবে ৪-৭ পয়েন্টে পিছিয়ে পড়তে হয় তাঁকে।
আরও পড়ুন: জামার্নিকে হারিয়ে ৪১ বছর পর হকিতে পদক ভারতের
রবি দাহিয়ার উত্থান বেশ চমকপ্রদ। বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে এদিনের লড়াইও ছিল টানটান। তবে গতকাল সেমিফাইনাল ম্যাচে প্রতিপক্ষ সামায়েভ ম্যাচের শেষদিকে কামড় বসিয়েছিলেন রবি দাহিয়ার হাতে। যন্ত্রণায় ছটফট করলেও ম্যাচ জিতে শেষ করেছিলেন সেমিফাইনাল ম্যাচ।