প্রথম পাতা খেলা অভিনব টুইটে সমালোচকদের একহাত নিলেন রবিচন্দ্রন অশ্বিন

অভিনব টুইটে সমালোচকদের একহাত নিলেন রবিচন্দ্রন অশ্বিন

334 views
A+A-
Reset

ওয়েবডেস্ক : আমদাবাদে তৃতীয় টেস্টে দু’দিনের মধ্যে ভারত জেতার পরেই পিচ নিয়ে শুরু হয়েছে সমালোচনা। মাইকেল ভন, ডেভিড লয়েডের মতো প্রাক্তনরা বলে দিয়েছেন, এই ধরনের পিচ টেস্ট ক্রিকেটের জন্য আদর্শ বিজ্ঞাপন নয়।

নাসের হুসেন, কেভিন পিটারসেনের মতো কেউ কেউ আবার ব্যাটসম্যানদের স্পিন না খেলার অক্ষমতাকে দুষেছেন। এ বার টুইটারে পিচ সমালোচকদের একহাত নিলেন রবিচন্দ্রন অশ্বিন।

শুক্রবার বুদ্ধিদীপ্ত টুইট করে পরোক্ষে সমালোচকদের ঠুকেছেন ভারতীয় স্পিনার। লিখেছেন, “আমরা সবাই জানি যে, পণ্য বিক্রি করার জন্য বিভিন্ন ধরনের কৌশল নেওয়া হয়। আমরা এখন এমন একটা যুগে বাস করছি, যেখানে ভাবনাচিন্তাও আমাদের কাছে বিক্রি করা হচ্ছে।

তবে এটাও বলতে চাই যে, ভাবনাচিন্তা বিক্রি করার অর্থ হল, ‘তুমি নিজের মতো ভাবতে পারো না, এবং আমরা তোমাকে শেখাব কী করে তুমি আমাদের মতো ভাববে।”

আরও পড়ুন : তৃণমূলের পথে মনোজ তিওয়ারি! বুধবার মুখ্যমন্ত্রীর জনসভায় যোগদানের জল্পনা

যে ভাবে ইংরেজরা পিচকে খলনায়ক বানানোর চেষ্টা করছে এবং জোর করে ক্রিকেটপ্রেমীদের সেটা বিশ্বাস করানোর চেষ্টা করছে, তারই বিরুদ্ধে মুখ খুলেছেন অশ্বিন। তাঁর বুদ্ধিদীপ্ত টুইট ইতিমধ্যেই ভাইরাল।

উল্লেখ‍্য, মোতেরায় মাত্র দেড়দিনেই গুটিয়ে যায় পিঙ্ক বল টেস্ট। স্পিন সহায়ক উইকেটে দ্বিতীয় ইনিংসে জোফ্রা আর্চারকে আউট করে দ্রুততম দ্বিতীয় বোলার হিসেবে ৪০০ উইকেট পাওয়ার নজির গড়েন অশ্বিন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.