সদ্যজাত সন্তানের মৃত্যু, শোকে ভেঙে পড়লেন রোনাল্ডো

কলকাতা: সোমবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পারিবারিক জীবনে নেমে এল বিষাদের ছায়া। সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো জানিয়ে দিলেন, তাঁর যমজ সন্তানের এক জনের মৃত্যু হয়েছে।
সোমবার রোনাল্ডো নেটমাধ্যমে লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের ছেলে মারা গিয়েছে। যে কোনও বাবা-মায়ের কাছেই এটা সবচেয়ে বড় দুঃখ। এক মাত্র মেয়ে সন্তানের বেঁচে যাওয়াই এই কঠিন সময়ে আমাদের শক্তি জোগাচ্ছে। কিছুটা আশা এবং খুশি নিয়ে অন্তত বাঁচতে পারছি।’
প্রসঙ্গত, গত অক্টোবরেই রোনাল্ডো এবং তাঁর বান্ধবী জিওর্জিনা রদ্রিগেস জানিয়েছিলেন, তাঁদের যমজ সন্তান হতে চলেছে। এমনকী তাঁর ডাক্তারি রিপোর্টের ছবিও প্রকাশ করেছিলেন তিনি। সেই যমজ সন্তানেরই এক জন মারা গিয়েছে।
২০১০ সালে প্রথম বার সন্তানের বাবা হন রোনাল্ডো। ছেলের নাম ক্রিশ্চিয়ানো জুনিয়র। এর পর ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে দুই সন্তানে এভা এবং মাতেয়োর বাবা হন রোনাল্ডো। সেই বছরই নভেম্বরে প্রথম সন্তান আলানার জন্ম হয়। এর পর এই বছর যমজ সন্তান হওয়ার কথা ছিল। কিন্তু তার একজনকে আগেই হারালেন রোনাল্ডো।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে