প্রথম পাতা খেলা সচিন তেন্ডুলকরের ৫০তম জন্মদিন, শুভেচ্ছার বন্যা

সচিন তেন্ডুলকরের ৫০তম জন্মদিন, শুভেচ্ছার বন্যা

322 views
A+A-
Reset

কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের ৫০ তম জন্মদিন সোমবার (২৪ এপ্রিল)। জীবনের ময়দানে হাফসেঞ্চুরি করলেন সচিন। ৪৯ পার করে সোমবার ৫০-এ পর্দাপণ করলেন মাস্টার ব্লাস্টার। সচিন বন্দনায় মেতে উঠেছে গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে শুভেচ্ছার বন্যা।

সচিনের জন্মদিন উপলক্ষ্যে গোটা দেশ কার্যত উৎসবে মাতোয়ারা। শনিবার থেকেই সচিনের জন্মদিনের উৎসব শুরু হয়ে গিয়েছিল। এ দিন সকাল থেকেই সেলিব্রিটি থেকে সাধারণ ক্রিকেট অনুরাগীরা সচিনকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।

আইসিসির তরফ থেকে ট্যুইটারে সচিন তেন্ডুলকরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার তরফে সচিনের দীর্ঘ কেরিয়ারের বিভিন্ন মুহূর্তের ছবির কোলাজ বানিয়ে শেয়ার করেছে। বিসিসিআইয়ের তরফ থেকেও একটি অ্যানিমেশন ছবি শেয়ার করে সচিন তেন্ডুলকরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে।

ও দিকে, সচিনের ৫০তম জন্মদিনের সকালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে উন্মোচিত হল লারা-তেন্ডুলকার গেট এর। মূলত সফরকারী দলের ড্রেসিং রুমের পাশের মেম্বার্স প্যাভিলিয়ন থেকে নোবল-ব্র্যাডম্যান-ম্যাসেঞ্জার স্ট্যান্ডের মাঝামাঝি দরজার নাম এখন থেকে ‘ব্রায়ান লারা-সচিন তেন্ডুলকার গেটস’ রাখা হল। এখন থেকে অস্ট্রেলিয়ায় সফরকারী দলের খেলোয়াড়রা এই তেন্ডুলকার গেট দিয়ে সিডনির মাঠে নামবেন।

১৯৭৩ সালের ২৪ এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন সচিন। ২৪ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এবং এর আগে তিনি ঘরোয়া ক্রিকেট খেলছিলেন। ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সচিনের। করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধেই ওডিআই ম্যাচে অভিষেক হয় তাঁর। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। এখনও কোনো না কোনো ভাবে ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.