কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪-এর প্রস্তুতি খুব দ্রুত গতিতে চলছে। এই মরশুমের নিলাম দুবাইতে অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর। তা ঠিক আগে, কলকাতা নাইট রাইডার্স একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। দল আবার শ্রেয়স আইয়ারকে অধিনায়ক করেছে। চোটের কারণে গত মরশুমে খেলতে পারেননি আইয়ার। শেষ বার, তাঁর অনুপস্থিতিতে নীতীশ রানাকে অধিনায়ক করা হয়।
কেকেআর-এর বিবৃতিতে বলা হয়েছে, নীতীশ রানার জায়গায় আইয়ারকে আবারও অধিনায়ক করেছে দল। চোটের কারণে গত মরশুমে খেলতে পারেননি আইয়ার। যেকারণে পুরো মরশুমে নীতীশ অধিনায়কত্ব করেছিলেন। এখন আইয়ার ফিরে আসার সঙ্গে সঙ্গে তাঁকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে। নীতীশকে সহ-অধিনায়ক করা হয়েছে।
আইপিএল ২০২২-এর আগে ১২.২৫ কোটি টাকায় শ্রেয়সকে কিনেছিল কেকেআর। তাঁর অধিনায়কত্বে ফ্র্যাঞ্চাইজিকে ছ’টি জয় এবং আটটি হারের মুখোমুখি হয়ে সেই মরশুমে সপ্তম স্থানে চলে গিয়েছিল। ২০২৩ সালের এপ্রিলে পিঠের আঘাত তাঁকে শেষ আইপিএল এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে দূরে সরিয়ে দেয়। তাঁর অনুপস্থিতিতে রানার নেতৃত্বে আইপিএল ২০২৩-এ ছ’টি জয় এবং আটটি হারের সঙ্গে আবারও এক বার সপ্তম স্থানে ছিল নাইট রাইডার্স।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর, ২০২৩) দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেন কলকাতা নাইট রাইডার্সের সিইও বেঙ্কি মাইসোর। তিনি জানান, শ্রেয়স আগামী মরশুমে দলের অধিনায়ক হবেন। নীতীশ হবেন তাঁর সহকারী। বেঙ্কি বলেন, ‘‘চোটের কারণে ২০২৩ সালের আইপিএল খেলতে পারেনি শ্রেয়স। এটা দুর্ভাগ্যজনক। তবে এ বার ও খেলবে। আমরা খুশি যে আবার নেতৃত্বে ফিরেছে শ্রেয়স। যে ভাবে ও চোট সারিয়ে ফিরেছে তা শ্রেয়সের দৃঢ় মানসিকতার পরিচয় দেয়।’’
শ্রেয়স বলেন, “গতবছর আমাদের একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। চোটের জন্য আমিও ছিলাম না। নীতীশ দারুণ নেতৃত্ব দিয়েছে। ওকে সহ-অধিনায়ক করায় আমি খুশি। এটা আমাদের দলের শক্তি আরও বাড়বে।”