রোহিতের নেতৃত্বে ইতি, গিলের হাতে ভারতের একদিনের দল, টি-টোয়েন্টিতে অধিনায়ক সূর্যকুমার

ভারতীয় ক্রিকেটে বড় পরিবর্তন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে ভারতের নতুন অধিনায়ক হলেন শুভমন গিল। বিসিসিআইয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে তরুণ ওপেনারের হাতেই এবার থেকে একদিনের নেতৃত্বের দায়িত্ব থাকবে। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন শ্রেয়স আইয়ার, যিনি সম্প্রতি আইপিএলে দলকে টানা দুইবার ফাইনালে তুলেছেন এবং আন্তর্জাতিক ক্রিকেটেও ধারাবাহিকভাবে সাফল্য এনে দিচ্ছেন। রোহিত শর্মা ও বিরাট কোহলি ফিরছেন জাতীয় দলে, তবে রোহিত আর কোনও নেতৃত্বের ভূমিকায় থাকছেন না।

নির্বাচকদের মতে, ভবিষ্যতে রোহিত ও বিরাটের দলে অন্তর্ভুক্তি শুধুমাত্র মেধা ও পারফরম্যান্সের ভিত্তিতে হবে। এর ফলে ২০২৭ সালের বিশ্বকাপে রোহিত শর্মার ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন উঠছে, যদিও প্রধান নির্বাচক অজিত আগরকর এ বিষয়ে স্পষ্ট কিছু জানাননি।

ওডিআই দলে বেশ কিছু পরিবর্তন হয়েছে। এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করা সত্ত্বেও অভিষেক শর্মা সুযোগ পাননি, যা নিয়ে ইতিমধ্যেই আলোচনার ঝড় উঠেছে। বিশ্রাম দেওয়া হয়েছে ভারতের প্রধান পেসার জসপ্রিত বুমরাহকে। অন্যদিকে যশস্বী জয়সওয়াল ফিরেছেন ওডিআই দলে, যদিও তিনি ব্যাক-আপ ওপেনারের ভূমিকায় থাকবেন।

টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব, সহ-অধিনায়ক শুভমন গিল। চোটের কারণে হার্দিক পাণ্ডিয়া বাইরে থাকায় সুযোগ পেয়েছেন তরুণ অলরাউন্ডার নিতীশ কুমার রেড্ডি। সঙ্গে ওয়াশিংটন সুন্দরও ফিরেছেন দলে। এশিয়া কাপজয়ী ভারতের স্কোয়াড থেকে শুধুমাত্র হার্দিক বাদ পড়েছেন, বাকি সবাই জায়গা ধরে রেখেছেন।

শ্রেয়স আইয়ারকে সহ-অধিনায়ক করার সিদ্ধান্তে নির্বাচকরা জানিয়েছেন যে তাঁর ধারাবাহিকতা ও নেতৃত্বগুণই তাঁকে এই ভূমিকায় এনেছে। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইয়ার ছিলেন ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক, যা নির্বাচকদের আস্থাকে আরও মজবুত করেছে।

সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হল শুভমন গিলের অধিনায়কত্বের মধ্য দিয়ে। অভিজ্ঞ রোহিত-কোহলি যেমন দলে বাড়তি শক্তি যোগ করবেন, তেমনই নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার মাধ্যমে ভবিষ্যতের রূপরেখাও তৈরি হচ্ছে। এখন নজর থাকবে, তরুণ গিল ও তাঁর সহ-অধিনায়ক আইয়ার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে কেমন ফলাফল আনতে পারেন।

Related posts

রিচার ঝোড়ো ইনিংস, ক্রান্তি-দীপ্তির আগুনে বল— একপেশে জয় ভারতের, ছিন্নভিন্ন পাকিস্তান

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একপেশে খেলা, রাজত্ব ভারতীয় ব্যাটারদের! জ্বলে উঠলেন ধ্রুব-জাদেজা

প্রতিজ্ঞায় অটল সূর্যকুমাররা! এশিয়া কাপ জিতেও পিসিবি চেয়ারম্যানের হাত থেকে ট্রফি নিল না ভারত, নিয়ে পালালেন পাক মন্ত্রী