শনিবার ভারত-পাক মহারণ। চলতি বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ। অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রত্যাবর্তন ঘটল ভারতের তারকা ওপেনার শুভমন গিলের। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে আগের দু’টি ম্যাচ খেলতে পারেননি তিনি।
শুভমন এ দিন মাঠে নামতেই ছাঁটাই করা হয়েছে উইকেটকিপার-ব্যাটার ঈশান কিসানকে। ভারত বনাম অস্ট্রেলিয়া এবং ভারত বনাম আফগানিস্তান ম্যাচে খেলতে পারেননি গিল। এই দুটি ম্যাচেই অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ইনিংস শুরু করেন ঈশান।
প্রসঙ্গত, এ বারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে অভিযান শুরু করেছে ভারত। পরের ম্যাচে আফগানিস্তানকেও হারিয়েছে। অর্থাৎ, দু’টির মধ্যে দু’টি ম্যাচেই জিতেছে টিম ইন্ডিয়া। কিন্তু একটিতেও খেলতে পারেননি শুভমন। ডেঙ্গু আক্রান্ত হওয়ায় তিনি মাঠের বাইরেই ছিলেন।
এ দিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্লেয়িং ইলেভেনে রাখায় শুভমান গিলের দিকেই এখন সবার চোখ। ‘প্রিন্স অফ অমদাবাদ’ নামে পরিচিত গিল পাকিস্তানের বিরুদ্ধে আজকের ম্যাচে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, সেটাই দেখার।