ব্যর্থতা ভুলে চেনা ছন্দে ইতিহাস লিখলেন সিন্ধু, প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক্সে জোড়া পদক

ডেস্ক: ব্যর্থতা ভুলে সিন্ধু একেবারে চেনা ছন্দে। সেই আক্রমণাত্মক মেজাজ ফের অলিম্পিকে। আর প্রতিপক্ষকে স্ট্রেট গেমে উড়িয়ে দিয়ে ভারতের হয়ে তৃতীয় পদক পেলেন পিভি সিন্ধু। প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক্সে জোড়া পদক জিতলেন। দ্বিতীয় ভারতীয় হিসেবে সেই নজির গড়লেন। রবিবার ব্রোঞ্জ জয়ের পর শুভেচ্ছাবার্তায় ভেসে গেলেন সিন্ধু।


 খেলার ফলাফল ২১-১৩, ২১-১৫। স্ট্রেট সেটে চিনা প্রতিদ্বন্দ্বী হি বিংজিয়াও-কে হারালেন তিনি। এদিন শুরু থেকেই ছিলেন চেনা ছন্দে। যেই ছন্দে পিভি সিন্ধুকে দেখা গিয়েছিল গোটা অলিম্পিকে। প্রতিপক্ষকে খুনে মেজাজে কোনঠাসা করে স্ট্রেট গেমে ম্যাচ জেতা। চিনের প্রতিপক্ষ হে বিং জিয়াওয়ের বিরুদ্ধে প্রথম গেমে শুরু থেকেই এগিয়ে ছিলেন হায়দরাবাদী শাটলার। শেষপর্যন্ত ২১-১৩ ফলে প্রথম গেম জিতে নেন সিন্ধু। গতবার জিতেছিলেন রুপো। এবার ব্রোঞ্জ। পরপর দুটি অলিম্পিকে পদক জয়। 

আরও পড়ুন: পদকের আশা জাগিয়েও অলিম্পিক থেকে বিদায় নিল সতীশ


প্রথম ভারতীয় মহিলা হিসেবে দুটি অলিম্পিক্সে পদক জিতলেন পি ভি সিন্ধু। ধারাবাহিকতা, আত্মোৎসর্গ এবং শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে নয়া মাইকফলক তৈরি করেছেন। ভারতকে গৌরবান্বিত করার জন্য তোমায় আন্তরিক অভিনন্দন। শুভেচ্ছা বার্তা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে