প্রথম বার কোচের ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়, দায়িত্ব নিলেন প্রিটোরিয়া ক্যাপিটালসের

মেন্টর থেকে এবার কোচ। নতুন ভূমিকায় দেখা যাবে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে (SA20) প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ করা হয়েছে তাঁকে। প্রতিযোগিতা শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর। এর আগে প্রিটোরিয়ার প্রধান কোচ ছিলেন জনাথন ট্রট। তাঁর জায়গায় দায়িত্ব নেবেন সৌরভ।

অবসর নেওয়ার পর ক্রিকেট প্রশাসনে প্রথম পদক্ষেপ ছিল সৌরভের। ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি ছিলেন তিনি। পরে ২০১৯ সালে আইপিএলের দিল্লি ক্যাপিটালসের মেন্টর হলেও, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় সেই দায়িত্ব ছাড়তে হয়েছিল তাঁকে। ২০২২ সালে বোর্ড সভাপতির পদ ছাড়ার পর আবার দিল্লি ক্যাপিটালসে মেন্টর হয়ে ফেরেন। রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করেছেন আইপিএলে এবং মহিলাদের প্রিমিয়ার লিগেও দিল্লি ক্যাপিটালসের মেন্টর ছিলেন তিনি।

এখন সৌরভ জেএসডব্লিউ স্পোর্টসের ডিরেক্টর অফ ক্রিকেটের পদ সামলাচ্ছেন। দিল্লি ক্যাপিটালসের মালিকানায় থাকা এই সংস্থারই আরেক দল দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া ক্যাপিটালস। সেই দলের প্রধান কোচ হিসেবে এবার দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।

গত তিন আসরে প্রিটোরিয়া ক্যাপিটালস এখনও পর্যন্ত শিরোপা জিততে পারেনি। প্রথম আসরে গ্রুপ শীর্ষে শেষ করলেও ফাইনালে হেরেছিল সানরাইজার্স ইস্টার্ন কেপের কাছে। পরের দুই মরশুমে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে তারা। তাই এ বার নতুন করে কোচিংয়ে সৌরভকে দায়িত্ব দিয়ে সাফল্যের পথে ফেরার আশা করছে ফ্র্যাঞ্চাইজি।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে