Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বই প্রকাশ বিতর্কে 'দাদাগিরি'র প্রসঙ্গ টেনে রবি শাস্ত্রীর পাশে সৌরভ গঙ্গোপাধ্যায় - NewsOnly24

বই প্রকাশ বিতর্কে ‘দাদাগিরি’র প্রসঙ্গ টেনে রবি শাস্ত্রীর পাশে সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌরভ গঙ্গোপাধ্যায়, রবি শাস্ত্রী। প্রতিনিধিত্ব ছবি

“আজ দাদাগিরি শোয়ের একটা পর্বে অংশ নিয়েছিলাম। সেখানে আসা প্রত্যেকেই টিকার দু’টো ডোজ নিয়েছেন। কিন্তু কে বলতে পারে, পরে কী হবে”, বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

ডেস্ক: লন্ডনে একটি বই প্রকাশ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট কোচ রবি শাস্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এমনটাই জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

দ্য টেলিগ্রাফের সঙ্গে কথা বলার সময় সৌরভ বলেন, ওভালে চতুর্থ টেস্টের আগে ওই ইভেন্টে অংশ নেওয়ার জন্য বিসিসিআই-এর কাছ থেকে “কোনো অনুমতি চাওয়া হয়নি”। কিন্তু যখন তাঁকে জিজ্ঞাসা করা বোর্ড কি শাস্ত্রীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে? তখন সৌরভের সোজা জবাব- “কিছুই না”।

ওই সাক্ষাৎকারে সৌরভ বলেন, “আপনি কতক্ষণ নিজের হোটেলের ঘরে আটকে থাকতে পারেন? আপনি কি নিজের বাড়িতে দিনরাত ঘরবন্দি হয়ে থাকতে পারেন? শুধু হোটেল থেকে মাঠে যাওয়া আর মাঠ থেকে ফের হোটেলে ফিরে আসা, এ ভাবে আপনি নিজের জীবনকে সীমাবদ্ধ রাখতে পারবেন না। এটা মানুষের পক্ষে সম্ভব নয়”।

অনুষ্ঠানে অংশগ্রহণ প্রসঙ্গে সৌরভ বলেন, “আমি আজ দাদাগিরি শোয়ের একটা পর্বে অংশ নিয়েছিলাম। সেখানে প্রায় শ’খানেক মানুষ ছিলেন…প্রত্যেকেই টিকার দু’টো ডোজ নিয়েছেন। কিন্তু কে বলতে পারে, পরে কী হবে। দু’টো ডোজ নিয়েও তো মানুষ কোভিডে আক্রান্ত হচ্ছেন। জীবন এ ভাবেই কাটছে”।

ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট চলাকালীন কোভিড আক্রান্ত হন রবি শাস্ত্রী। ওভাল টেস্টের আগের দিন তাজ লন্ডনে দ্য চেম্বার্স উদ্বোধনের অনুষ্ঠানেই রবি শাস্ত্রীর বই প্রকাশ হয়েছিল। করোনা সংক্রমণের জেরে পঞ্চম টেস্ট বাতিলের পর রবি শাস্ত্রীর বইপ্রকাশ অনুষ্ঠান নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। একটি মহলের তরফে ওই বই প্রকাশ অনুষ্ঠানকে করোনা সংক্রমণের সুপার স্প্রেডার ইভেন্ট বলে যে চিহ্নিত করে দেওয়া হয়।

আরও পড়ুন: বেঁকে বসল ত্রিপুরা পুলিশ! মিলল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার অনুমতি

উল্লেখ্য, শাস্ত্রীর কোভিড ধরা পড়ার পর আইসোলেশনে পাঠানো হয় বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর ও ফিজিও নিতিন পটেলকে। ভরত ও শ্রীধরের করোনা রিপোর্ট পজিটিভ আসে। নিতিনের আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট প্রথমে নেগেটিভ এসেছিল। কিন্তু পরে তিনিও করোনা আক্রান্ত হন বলে জানা যায়। এর পর গত বুধবার অনুশীলনের পর সহকারী ফিজিওর করোনা ধরা পড়ে। অনেক চাপানউতোরের পর বাতিল হয়ে যায় ভারত-ইংল্যান্ড শেষ টেস্ট।

Related posts

১২৬তম বেটন কাপ জিতল সেনা একাদশ; বায়ুসেনাকে ২-০ গোলে হারিয়ে কলকাতায় ঐতিহাসিক সাফল্য

ইডেনে পিচের গেরোয় মহাধস: বাভুমার জেদ আর হারমারের ঘূর্ণিতে ১২৪ রানও তুলতে পারল না ভারত

১১ বছরের সম্পর্কের ইতি! কেকেআর ছাড়ল আন্দ্রে রাসেলকে— মিনি নিলামে রেকর্ড পার্স নিয়ে নামছে নাইটরা